৩ জন ভারতীয় ক্রিকেটার যারা ২০১৯ বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন 1
Getty Images

২০০০ সালের কাছাকাছি সময় অভিষেক হয়ে এখন পর্যন্ত দল ও দেশের জন্য খেলে যাচ্ছেন এই রকম ক্রিকেটার খুব কমই আছেন। তবে ভারত জাতীয় ক্রিকেট দলে এমন একাধিক ক্রিকেটার রয়েছেন যারা এখন পর্যন্ত দল ও দেশের জন্য নিজেদের সেরা খেলাটা খেলে যাচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এদের অনেকেই অবসরের প্রায় কাছাকাছি সময়ে এসে গেছেন।

আর এক বছরেরও কম সময় পরেই ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ শেষে ভারতের তিনজন তারকা ক্রিকেটার ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। চলুন জেনে নিই তাদের সম্বন্ধে-

১) যুবরাজ সিং

৩ জন ভারতীয় ক্রিকেটার যারা ২০১৯ বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন 2

বড় ম্যাচের তারকা ক্রিকেটার বলা হয় তাকে। অসাধারণ বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং করার অভিজ্ঞতা রয়েছে তার। ভারত ক্রিকেট দল ২০০৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ২০১১ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যুবরাজ সিং। বিশেষ করে টি-২০ বিশ্বকাপে গড়েছেন এক অনন্য রেকর্ড। ৬ বলে ছয়টি ৬ মেরে ১২ বলে বিশ্বকাপের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে করে নেন।

তবে বিশ্বকাপ জয়ের পরই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান। দীর্ঘ দিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে ক্যান্সার কে হারিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরে আসেন যুবরাজ সিং। যদিও বর্তমানে দলে নিয়মিত নন তবে আশা করা যাচ্ছে ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে ভারত ক্রিকেট বোর্ড যুবরাজকে দলে রাখবেন। আর হয়তো বিশ্বকাপ শেষেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

২) হরভজন সিং

৩ জন ভারতীয় ক্রিকেটার যারা ২০১৯ বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন 3
Getty Images

হরভজন সিং কে বলা হয় ভারতের স্পিন জাদুকর। লিজেন্ডারি এই বোলার, “দুসরা” নামক বোলিংয়ের জন্য ক্রিকেট বিশ্বের কাছে বেশ জনপ্রিয়। ভারত জাতীয় দলের হয়ে টেস্ট ফরম্যাটে নিয়েছেন ৪১৭ টি উইকেট এবং ওয়ানডেতে নিয়েছেন ২৬৯ টি উইকেট। ভারত ক্রিকেট দলকে অনেক বছর সার্ভিস দিয়েছেন হরভজন সিং। দলের একের পর এক সাফল্যে রেখেছেন বিশাল অবদান। বিশেষ করে টেস্টে তাঁর অবদান অতুলনীয়। কিন্তু বর্তমানে তাঁর সমতুল্য অশ্বিন ভাল পারফরমেন্স করায় তিনি দলে নিয়মিত না।

তবে ক্যারিয়ারে শেষ পর্যায়ে এসেও দলের প্রয়োজনে ভালো ব্যাকআপ দিতে পারেন হরভজন সিং। তাছাড়া জাতীয় দল ছাড়াও আইপিএলেও বেশ ভালো পারফরমেন্স করেছেন এই শেষ বয়সে এসেও। হরভজন সিং বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা সেটা সময় হলেই বুঝা যাবে। কিন্তু এই বিশ্বকাপের পরেই যে তিনি ক্যারিয়ারের ইতি টানবেন সেটা ভালো ভাবেই বুঝা যাচ্ছে।

৩) মহেন্দ্র সিং ধোনি

৩ জন ভারতীয় ক্রিকেটার যারা ২০১৯ বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন 4
Getty Images

ধোনির নামে পাশে অনেক কিছুই যায়, ভারতের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক, সেরা উইকেটরক্ষক, সেরা ফিনিশার ইত্যাদি…। ভারতের ক্রিকেট ইতিহাসে আরেকটি ধোনি আসবে কিনা তা রীতিমত তা নিয়েও সন্দেহ রয়েছে তবে এটি সত্য যে ধোনির মত পরিপূর্ণ কেউ হতে পারবে না। ধোনি ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক যিনি আইসিসির সব ট্রফি জিতেছেন অধিনায়ক হিসেবে।

২০০৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ২০১১ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ধোনির হাত ধরেই সাফল্য লাভ করেছে ভারত। এখন ক্যারিয়ারের শেষ মুহূর্ত। কিছুদিন আগে ৩৮ এ পা রেখেছেন। অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে এই বিশ্বকাপের পরেই ক্রিকেট কে বিদায় জানাবেন এই লিজেন্ডারি ক্রিকেটার।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *