দিনগোনার পালা প্রায় শেষ,আর মাত্র ৮দিন বাদেই শুরু হতে চলেছে রোমাঞ্চকর এক ক্রিকেট টুর্নামেন্ট যার নাম t20 বিশ্বকাপ (T20 World Cup 2022)। এই বছর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপের আসর এবং বিশ্বকাপের আসরে ১৬টি দেশ অংশগ্রহন করতে চলেছে। এই ১৬টি দেশের মধ্যে থেকে মোট ১২টি দেশ দুটি গ্রুপে বিভক্ত হয়ে ফাইনাল অব্ধি লড়াই করবে। আরো চমকপ্রদ ঘটনা হলো এই বছর বিশ্বকাপের ফাইনাল হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, যার ফলে এই বছরের বিশ্বকাপ আরো রোমাঞ্চিত হতে চলেছে এবং ক্রিকেট ফ্যানরা এই রোমাঞ্চ উপভোগ করার জন্য মুখিয়ে আছে সে কথা বলাই চলে।

এই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ১৫জন সদস্যের দল ঘোষণাও করে ফেলেছে ভারতীয় নির্বাচক জাতীয় নির্বাচক মন্ডলী। বিশ্বকাপের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে t20 সিরিজ খেলেছে এবং এই দুটি সিরিজে জিতে ভারতীয় দল যে বেশ নিজেদের আরো বেশি প্রস্তুত করে ফেলেছে সে কথা বলাই চলে। অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক কে এল রাহুলকে সামনে রেখে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার এবং বেশ কিছু তরুণ ক্রিকেটার যারা এই বছর প্রথম বিশ্বকাপ খেলতে চলেছে তাদেরকে নিয়ে দল সাজিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যদিও ভারতীয় দলের এই দল নির্বাচন নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং মনে করা যাচ্ছে হয়তো সুযোগ পাওয়া বেশ কিছু ক্রিকেটারের জায়গাতে অন্যকোনো ক্রিকেটার অবশ্যই সুযোগ পেতে পারতো। এখন দেখে নেওয়া যাক এমন ৩জন ষ্টার ক্রিকেটার যারা যাদের এই বিশ্বকাপের মঞ্চে সুযোগ না দিয়ে বেশ বড়ো ভুল হয়তো করে ফেলেছে ভারতীয় নির্বাচন কমিটি।
শ্রেয়াস আইয়ার
তরুণ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়াস আইয়ার। ডানহাতি এই ব্যাটসম্যান একসময় বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের ৩নাম্বার ব্যাটিং পসিশন বেশ ভালো ভাবেই সামলেছিলো সে কথা নিঃসন্দেহে বলা চলে। এছাড়াও ভারতীয় দলের হয়ে ৩টি ফরম্যাটেই তার পারফর্মেন্স বিশ্ববাসীর নজর কেড়েছে। একসময় দলের গুরুত্বপূর্ণ এবং নিয়মিত সদস্য থাকলেও বেশ কিছু খারাপ পারফর্মেন্সের কারণে তাকে দলের বাইরে বসতে হয়েছে। কিন্তু আবার পুনরায় সুযোগ পেয়ে বেশ কয়েকটি সিরিজে অর্ধ শতরানের ইনিংস উপহার দিয়েছেন। এছাড়াও এই বছর আইপিএল এ তার ব্যাটে ভর করেই কলকাতা নাইট রাইডার্স বেশ ভালো জায়গাতে পৌঁছাতে পেরেছিলো। শ্রেয়াস আইয়ার এখনো অব্ধি ৪৭টি t20 ম্যাচ খেলে ১০৪৭ রান করেছেন যার মধ্যে ৭টি অর্ধ শতরানের ইনিংস রয়েছে। আসন্ন্য বিশ্বকাপের জন্য তাকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে রাখলেও এটা মনে করা যাচ্ছে তাকে ১৫জনের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে না রেখে নির্বাচক মন্ডলী বড়ো ভুল কাজ করেছে।