এশিয়া কাপ পর্ব ভারতীয় দলের কাছে বর্তমানে অতীত এবং তারা মনোনিবেশ করতে চলেছে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022)। এই বছর এশিয়া কাপ শুরু আগে ভারতীয় দলকেই ফেভারিট হিসাবে মানা হয়েছিল কিন্তু গ্রুপ পর্বে অসাধারণ লড়াই করে সুপার ফোর রাউন্ডে পরস্পর ২টি ম্যাচ হেরেই ভারতীয় দলের স্বপ্ন ভঙ্গ হয় এই বছর এশিয়া কাপের। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলের হারার পরেই দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। একদল প্রশ্ন তুলেছেন অভিজ্ঞ ক্রিকেটারদের কেন দলে সুযোগ দেওয়া হলো না অপরদিকে অন্য একদল বলছেন পারফর্মেন্স করা ক্রিকেটারদের বাইরে রেখে কেন ভারতীয় দল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাকি ক্রিকেটদের সুযোগ দিলো। এই টানাপোড়েনের মাঝেই ভারতীয় দল তাদের বেশ কিছু ভুল ত্রুটি সামলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চলেছে বলে মনে করা যাচ্ছে।
ভারতীয় নির্বাচক মন্ডলী এই বছর ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট ফরম্যাটের বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক করে ১৫ জন সদস্যের দল ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছে বলে আমরা জানি। বিশ্বকাপের জন্য এই দলে যেমন অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশাপাশি তরুণ ক্রিকেটার সূর্য কুমার যাদবদের মতো ক্রিকেটরা সুযোগ পেয়েছে ঠিক তেমনি বোলিং বিভাগে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারের পাশাপাশি তরুণ হার্শাল প্যাটেলদের মতো ক্রিকেটারদেরকেও সুযোগ করে দেওয়া হয়েছে। অনেক ক্রিকেট বিশারদের মতামত অনুযায়ী রোহিত শর্মা হয়তো এই বারেই শেষ T20 বিশ্বকাপ খেলতে চলেছেন কারণ এর পরের বিশ্বকাপে তার বয়স অনুযায়ী হয়তো অন্যকোনো তরুণ ক্রিকেটার তার জায়গা করে নিতে সক্ষম হবে এবং তারা এটাও মনে করছেন রোহিত শর্মা হয়তো ছোট এই ফরম্যাট থেকে অবসর নিয়ে বাকি দুটি ফরম্যাটে আরো বেশি করে মনোনিবেশ করতে পারেন। আমরা এখানে আজ এমন ৩জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এই বিসিকাপড় পর রোহিত শর্মার সরে যাওয়াতে ভারতীয় দলের অধিনায়ক হবার দাবি রাখেন।
হার্দিক পান্ডিয়া
বর্তমান ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া যিনি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটেও একজন সফল অলরাউন্ডারের জায়গা করে নিয়েছেন। কোমরের চোটের কারণে দীর্ঘ্যদিন তিনি ক্রিকেট মাঠের বাইরে ছিলেন এবং চোট সরিয়ে ফিরে আসার পরে বেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কিন্তু ডানহাতি এই অলরাউন্ডার এই বছর আইপিএল এর মঞ্চে অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়ে ক্রিকেট বিশ্বের মন করে নিয়েছেন এবং তিনি একজন অধিনায়ক হিসাবে নিজের দলকে প্রথমবারের জন্য আইপিএল বিজয়ী করেছেন। আইপিএল এর পাশাপাশি ভারতীয় দলের হয়েও তিনি বেশ কযেকটি সিরিজে অধিনায়কত্ব করেছেন এবং দলকে সিরিজ জয় করিয়েছেন। তাই মনে করা যাচ্ছে রোহিত শর্মা ছোট ফরম্যাট থেকে অবসর নিলে ভারতীয় টীম ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করতে পারেন।