শ্রীলঙ্কা বনাম ভারত ২০১৭ : শেষ দুই ওয়ানডেতে ভারতের তিনটি পরিবর্তন প্রত্যাশিত 1
Dambulla: India's Virat Kohli with team mates celebrates the wicket of Sri Lanka's Chamara Kapugedera during the first ODI match at Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla, Sri Lanka, on Sunday. PTI Photo by Manvender Vashist(PTI8_20_2017_000161A) *** Local Caption ***

শ্রীলঙ্কা বনাম ভারত ২০১৭ : শেষ দুই ওয়ানডেতে ভারতের তিনটি পরিবর্তন প্রত্যাশিত 2

ভারত তৃতীয় ওয়ানডে জয়ের মাধ্যমে বিরাট কোহলীর নেতৃত্বে আরেকটি ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল। রোহিত শর্মা অপরাজিত ১২৪ রানের ইনিংস ভারতকে সহজে ই জয়ের বন্দরে নিয়ে যায়। সিরিজে এখনো ভারতীয় দল কোন ম্যাচে হারে নায়। যেহেতু সিরিজ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্যই বাকি খেলোয়ারদের খেলাতে চাইবেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ভারতীয় মিডেল অর্ডার ব্যাটসম্যানরা রান করতে ব্যর্থ হয়েছে এবং স্পিনার আকিলা ধনজয়ের স্পিন রহস্য ধরতে ব্যর্থ হয়েছে। কেদার যাদব ও লোকেশ রাহুল দুজন ই শ্রীলঙ্কার বিরুদ্ধে রান করতে ব্যর্থ হয়েছেন। তাদের এমন আউট ভারতের জয়ে ক্ষেত্রে শঙ্কা দেখা দিয়েছিল। গত ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিরাট কোহলী বলেছিল যেহেতু তারা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে তাই পরে ম্যাচ গুলোতে একাদশে পরিবর্তন আনবেন। এখন দেখার বিষয় কতটুকু পরিবর্তন আসে।

** কেদার যাদবের পরিবর্তে মানিশ পান্ডে অনেকদিন ধরেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য দরজায় কড়া নাড়ছে মানিশ পান্ডে। এবার আছে ১৪ জনের দলেও। কিন্তু কেদার যাদবের অলরাউন্ডিং দক্ষতা থাকে একাদশে সুযোগ করে দেয়। কিন্তু এই সিরিজে কেদার যাদবের ব্যাট হাতে ব্যর্থতা মানিশ পান্ডের জন্য সুযোগ তৈরী করে দিতে পারে। জুন, ২০১৪ সালে বাংলাদেশ সফরে তাকে অন্তর্ভূক্ত করা হলেও কোন খেলায় অংশগ্রহণের সুযোগ ঘটেনি তার। নভেম্বর, ২০১৪ সালে শ্রীলঙ্কা দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ভারত সফরে আসে। ১৬ নভেম্বর, ২০১৪ তারিখে সিরিজের ৫ম ওডিআইয়ে শ্রীলঙ্কার নিরোশন ডিকওয়েলা’র সাথে তারও ওয়ানডে অভিষেক ঘটে। রাঁচিতে অনুষ্ঠিত ঐ খেলায় বিরাট কোহলি’র অনবদ্য অপরাজিত ১৩৯ রানের কল্যাণে তার দল ৩ উইকেটে জয়লাভের পাশাপাশি ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। তিনি করেছিলেন ২৪ বলে ২০ রান।

* যুবেন্দ্র চাহালের বদলে কুলদীপ যাদব অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ হতে ই কুলদীপ যাদবকে দলে নেওয়ার বিষয় আলোচনা চলছে। ওয়েস্ট উইন্ডিজ সফরেও খেলেছেন অসাধারন। কিন্তু যুবেন্দ্র চাহাল চলমান সিরিজে এখনো নিজেকে মেলে ধরতে পারেন নি। তাই পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া উচিত। ** লোকেশ রাহুলের পরিবর্তে অজিঙ্কা রাহানে অজিঙ্কা রাহানে ও লোকেশ রাহুল টেস্ট দলে নিয়মিত মুখ। কিন্তু ওভারের খেলায় দলে জায়গা পাকা করতে দুজন ই লড়াই করে যাচ্ছে। লোকেশ রাহুলের আক্রমণীয় ব্যাটিং তাকে দলে সুযোগ করে দিলেও গত দু ম্যাচের ব্যাটিং প্রশ্ন তুলেছে সে কি অজিঙ্কা রাহানের বিকল্প হতে পারেন কি না।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *