বিশ্বের সব থেকে রোমাঞ্চিত এবং আকর্ষিত ক্রিকেট লীগ হলো আইপিএল। করোনা আবহে বিশ্বের এই জনপ্রিয় ক্রিকেট লীগ এই বছরের মাঝপথেই স্তগিত করে দিতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু ক্রমশ করোনা সংক্রমণ কমাতে এবং আইপিএল এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং আইপিএল কমিটির যৌথ প্রচেষ্টাতে এই বছর সেপ্টেম্বরে মাসে দুবাইয়ের মাটিতে ২০২১ সালের বাকি ম্যাচ গুলি খেলা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২০২২ সালের আইপিএল এ একটি মেগা নিলাম করা হবে এবং নিলামে দুটি নতুন দলের সংযোজন করা হবে। এছাড়াও এই মেগা নিলামে প্রত্যেক আইপিএল দলের কাছে ৪টি প্রধান খেলোয়াড় ধরে রাখার ক্ষমতা থাকবে তাদের মধ্যে দুটি ভারতীয় এবং দুটি বিদেশী খেলোয়াড় অথবা ৩টি ভারতীয় ১টি বিদেশী খেলোয়াড় তারা ধরে রাখতে পারবে।
এখন দেখে নেওয়া যাক এই মেগা নিলামে কোন ৬জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিজেদের দোল হারাতে পারে বলে মনে করা হচ্ছে।
১) কুইন্টন ডি কক: সাউথ আফ্রিকান বর্তমান অধিনায়ক তথা বাঁহাতি এই সফল ব্যাটসম্যান বিগত কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ানসের ওপেনিংয়ের অন্যতম ব্যাটিং ভরসা হিসাবে পরিচিত। মুম্বাই ইন্ডিয়ান্স যদি রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, কিরণ পোলার্ড এবং জাসপ্রিত বুমরাহ এই ৪জন খেলোয়াড়কে যদি তাদের দোলে ধরে রাখে তাহলে অবশ্যই ডি কক এর নাম এই মেগা নিলামে উঠবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো তাদের এই নির্ভরযোগ্য ওপেনারকে হারাতেও পারে।
২) ফাফ দু প্লেসিস: সাউথ আফ্রিকান ডান ডানহাতি ব্যাটসম্যান ফাফ দু প্লেসিস তার বিধংসী ব্যাটিং এবং অসাধারণ ফিল্ডিং এর জন্য সারা দুনিয়া বিখ্যাত। দু প্লেসিস তার আইপিএল ক্যারিয়েরের শুরু থেকেই প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনির নেতৃত্বে খেলে আসছেন। কিন্তু এই বছর আইপিএল এ তিনি এখনো অব্দি নিজের বিধংসী মেজাজ দেয় ভাবে দেখতে পারেননি। ২০২২ সালে চেন্নাই সুপার কিংস যে ৪জন খেলোয়াড় কে ধরে রাখতে পারে তারা হলেন এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না এবং একজন বিদেশী অলরাউন্ডার স্যাম ক্যারেন। সুতরাং দু প্লেসিস এর নাম যে পরবর্তী ইপিলে উঠছে তা কার্যত স্পষ্ট।
৩) সূর্যকুমার যাদব: মুম্বাই ইন্ডিয়ান্স এর নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান যিনি এক হাতে দায়িত্ব নিয়ে বহুবার মুম্বাই ইন্ডিয়ান্স কে ম্যাচ জিতিয়েছেন। তরুণ এই ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান তার অসাধারণ ব্যাটিং এর জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, কাইরন পোলার্ড এবং জাসপ্রিত বুমরাহ এই ৪জন খেলোয়াড়কে দলে রাখার চিন্তাভাবনা করছে তাই সূর্যকুমার যাদব ২০২২ এর আইপিএল এ নিলামে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
৪) ডেভিড ওয়ার্নার: অস্ট্রেলিয়ান বিধংসী বাঁহাতি ব্যাটসম্যান ওয়ার্নার বহু বছর ধরে সানরাইজার্স হায়দ্রাবাদ এর হয়ে আইপিএল খেলছেন। তিনি হায়দ্রাবাদ দলের হয়ে অধিনায়কত্ব করেছিলেন কিন্তু এই বছর হায়দ্রাবাদ দল ওয়ার্নার কে সরিয়ে কেন উইললামসন কে অধিনায়ক নির্বাচন করে। তাই ওয়ার্নার হয়তো পরবর্তী ইপিলে নিজেকে নিলামে তুলতে পারে বলে আশা করা যাচ্ছে।
৫) যশ বাটলার: ডানহাতি ইংলিশ বিধংসী ব্যাটসম্যান তথা উইকেটকিপার যশ বাটলার আইপিএল এ বিধংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। বাটলার আইপিএল এ রাজস্থান রয়্যালস এর খেলে থাকেন। রাজস্থান রয়্যালস ২০২২ সালের আইপিএল এ দুজন বিদেশী বেন স্টকস এবং জোফ্ৰা আর্চার এর পশে থাকবে বলে মনে করা হচ্ছে, তাই বাটলার এর নাম হয়তো পরবর্তী নিলামে উঠতে পারে।
৬) প্যাট কাম্মিনস: অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তথা ফাস্ট বলার প্যাট কাম্মিনস আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এর খেলে থাকেন। পরবর্তী আইপিএল এ কে কে আর দল আন্দ্রে রাসেল, সুনীল নারান, লকি ফার্গুসন এবং অধিনায়ক ইওন মর্গেন এই ৪জন বিদেশী খেলোয়াড়ের ধরে রাখতে পারেন তাই প্যাট কাম্মিনসের নাম পরবর্তী আইপিএল এ নিলামে উঠতে পারে বলে মনে করা যাচ্ছে।