ভারতীয় ক্রিকেট দল আইপিএল শেষ হওয়ার পরই ইংল্যান্ডের দীর্ঘ সফরে যাবে। এই সফরের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অন্যদিকে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে। মঙ্গলবার ইংল্যান্ড সিরিজের পাশাপাশি এই টি২০ সিরিজেরও দল ঘোষণা করে দিয়েছে তারা। এই সবকটি সিরিজের জন্যই বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তারপরই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে পড়ে, যে সময় ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলবে ঠিক সেই সময় বিরাট ব্যস্ত থাকবে সারের হয়ে কাউন্টি খেলতে। ফলে তার পক্ষে কি করে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্ভব?
প্রসঙ্গত পুরো জুন মাস জুড়েই ইংল্যান্ডে কাউন্টি খেলবেন বিরাট। সারের হয়ে বিরাটে শেষ ম্যাচ রয়েছে ২৫ থেকে ২৭ জুন। আর ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ খেলবে ২৯ জুন, ফলে বিরাটের আয়ারল্যান্ডে প্রথম টি২০ ম্যাচে উপস্থিত থাকা সম্ভব নয়। ফলে প্রশ্ন উঠে গিয়েছে যে প্রথম টি২০তে তাহলে দলকে নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নেরও উত্তর খুঁজে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এর আগেও রোহিত ভারতকে টি২০তে নেতৃত্ব দিয়েছেন। তবে রোহিত শুধু আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০তেই ভারতকে নেতৃত্ব দেবেন। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন,
“এমন নয় যে বোর্ড আর নির্বাচকরা এই তারিখ সম্পর্কে অবগত ছিলেন না। যদি বিরাটকে এই সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা না করা হত তাহলে আরও সমস্যা তৈরি হয়ে যেত। এ অবস্থায় মনে হত যে রোহিতই টি২০ সিরিজের অধিনায়ক। কিন্তু এমনটা নয়, ওকে খালি প্রথম টি২০তেই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে”।
রিপোর্ট: পাল্টে গেল অধিনায়ক, কোহলিকে সরিয়ে আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্ব পেলেন এই ক্রিকেটার
