শেষ পর্যন্ত হাসিনের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবী অনুযায়ী নবান্ন থেকে জানানো হয়েছে যে আগামি শুক্রবার (২৩ মার্চ) হাসিনের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এর আগে শামির বিরুদ্ধে শারীরিক নিগ্রহ এবং শামীর দাদার বিরুদ্ধে হাসিন ধর্ষনের অভিযোগ আনেন। সেই সঙ্গে সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে যাতে তিনি পুরো ঘটনায় হস্তক্ষেপ করেন। মনে করা হচ্ছে সেই আবেদনেই সাড়া দিলেন মমতা। হাসিনঙ্গত রবিবার সংবাদমাধ্যমেকের কাছে জানিয়েছিলে, “ ম্যাডাম আমি সত্যের জন্য লড়ছি। আমার কোনও দোষ ছিল না। আমার উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। যদি আপনার সঙ্গে দেখা করার সুযোগ মেলে তাহলে আপনাকে সমস্ত ঘটনা আমি বিস্তারিত জানাতে চাই। সব শোনার পরই আপনি আমার করণীয় ঠিক করে দেবেন”।
ইতিমধ্যেই কলকাতা পুলিশ শামীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। যার মধ্যে বেশ কিছু আবার জামিন অযোগ্য ধারায়। এছাড়াও ভারতীয় বোর্ডের দুর্নীতি দমন শাখাও তদন্ত করছে শামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই বোর্ডের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা কলকাতায় হাসিনকে জেরা করেছেন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের শামীর বাড়িতেও গিয়েছেন তারা। ভারতীয় বোর্ডের তরফেও কলকাতা পুলিশকে জানানো হয়েছে যে শামী ১৭ এবং ১৮ তারিখ দুবাইতে ছিলেন। সে কারণেই দুবাই যেতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদনও জানিয়েছে কলকাতা পুলিশ। এবার হাসিনের আবেদনে মুখ্যমন্ত্রীও সাড়া দেওয়ায় ওয়াকিবহাল মহলের ধারনা চাপ বাড়ল শামির উপর। এখন দেখা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর ফের কি বিস্ফোরণ ঘটান হাসিন।