সদ্য শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। শেষ পর্যন্ত ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে এই খেতাব জিতে নেয় চেন্নাই সুপার কিংস। এই আইপিএলে বেশ কিছু তরুণকে দেখা গিয়েছে অসাধারণ পারফর্মেন্স করে লাইম লাইটের আলোয় এসেছেন। সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ ফর্ম দেখিয়েছেন ঋষভ পন্থ। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অসাধারণ পারফর্মেন্স করে জিতে নিয়েছেন সকলের মন। ক্রিকেট সমর্থকদের পাশাপাশি তিনি মন জয় করে জিয়েছেন সইফ আলি খানের কন্যা সারা আলি খানেরও। সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সারা। এই বছরই মুক্তি পাবে তার প্রথম ছবি ‘কেদারনাথ’। অন্যদিকে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এবার ঋষভ ১৪টি ম্যাচ খেলে ৫২.৬২ গড়ে করেছেন ৬৮৪ রান। স্ট্রাইকরেট ১৭৩.৬০।
পেয়েছেন এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও। এছাড়াও পেয়েছেন স্টাইলিশ ক্রিকেটারের সম্মানও। যদিও তার দল দিল্লি ডেয়ারডেভিলস প্লে অফেও পৌঁছতে পারে নি। আইপিএলের ৮ নম্বর দল হিসেবেই এই প্রতিযোগিতা শেষ করেছেন তারা। এই আইপিএলে কোনও বোলারকেই রেয়াত করেন নি তরুণ ঋষভ। আর এই তরুণের বিধ্বংসী খেলায় সারার মন জয় করে নিয়েছেন তিনি।
খবরে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এই দুজনকে এক সঙ্গে দেখা গিয়েছে অনেক ইভেন্টেই। যদি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে সত্যি ধরা হয় তাহলে হয়ত আগামি দিনে তৈরি হতে চলেছে ক্রিকেট এবং বলিউডের নতুন জুটির।
সেফ করিনা কন্যা মজেছেন আইপিএল মাতানো এই তরুণের প্রেমে, গুঞ্জন ছড়িয়েছে বলিউডে
