বল বিকৃতির দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক ডেভিড ওয়ার্না নির্বাসিত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, পাশাপাশি আইপিএলেও খেলতে পারবেন না তিনি। ফলে ওয়ার্নারের বদলী হিসেবে তারা শ্রীলঙ্কার সম্ভবনাময় ওপেনার কুশল পেরেরাকে প্রস্তাব দেন। যদিও এর আগে কুশল পেরেরা আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। রাজস্থানের হয়ে দুটি ম্যাচে প্রতিনিধিত্ব করে কুশল ওই দুটি ম্যাচে মোট ১৪ রান করেছিলেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর হায়দ্রাবাদের অধিনায়কত্ব ছেড়ে দেন ওয়ার্নার। প্রসঙ্গত কেপটাউন টেস্টে বল বিতর্কের কারণে ওয়ার্নারের পাশাপাশি অন্য দুই অজি ক্রিকেটার স্মিথ এবং বেনক্রফটকেও নির্বাসিত করা হয়েছে। তবে ওয়ার্না এবং স্মিথকে এক বছরের জন্য নির্বাসিত করা হলেও বেনক্রফটকে শাস্তি হিসেবে ৯ মাসের নির্বাসন দেওয়া হয়।
প্রসঙ্গত গত ২৮ তারিখেই শ্রীলঙ্কার আরেক সংবাদিক আজম আমীন দাবী করেছিলেন যে পেরেরা সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এদিকে হায়দ্রাবাদ যেহেতু ইতিমধ্যেই ওয়ার্নারের উপর মোটা টাকা খরচ করে ফেলেছেন ফলে টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েছেন ওয়ার্নারের পরিবর্ত খোঁজার জন্য। তবে ইতিমধ্যেই ওয়ার্নারের জায়গায় তারা নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিয়েছেন। ওয়ার্নারের অধিনায়কত্বেই হায়দ্রাবাদ আইপিএলে তাদের প্রথম খেতাব জিতেছিল। নবম আইপিএলে হায়দ্রাবাদের স্মরণীয় পারফর্মেন্স তুলে ধরার পরই ওয়ার্নার ধারাবাহিকভাবে এই ফ্রেঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়া শুরু করেন।

Photo by Shaun Roy / IPL/ SPORTZPICS