আইপিএল শুরু হতে এখনও বাকি আর মোটে তিনদিন কিন্তু শুরুর আগেই বন্ধের আশঙ্কা এই পয়সাবহুল জনপ্রিয় টি২০ লিগ ঘিরে। কোটি টাকার এই টুর্নামেন্ট করে বন্ধ করে দেওয়ার আবেদন জানিয়ে মাদ্রাজ উচ্চআদালতে পিটিশন দাখিল করলেন এক আইপিএস অফিসার। চেন্নাইয়ের ওই আইপিএস অফিসারের নাম জি সম্পত কুমার। তিনি মাদ্রা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন আইপিএল বন্ধ রাখার আবেদন করে। নিজের পিটিশনে ওই আইপিএস অফিসার লেখেন যে তিনি ২০১৩ সালে আইপিএলের ম্যাচ ফিক্সিং প্রকাশ্যে আনতে পেরেছিলেন। সেই সময়ই আইপিএলের আটটি দলেরই নাম উল্লেখ করে ছিলেন তিনি। একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের তিনি জানান, এখনও কায়েমী স্বার্থ চালু রয়েছে লোধা কমিটির রিপোর্ট না মেনে। পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয় নি তা বন্ধ করতে। এমনকী স্বার্থ সংঘাতের বিষয়েও বোর্ডের তরফে এখনও স্পষ্ট করে কিছু বলা হয় নি”।
ওই পিটিশনে তিনি আরও দাবী করেছেন যে ম্যাচ ফিক্সার, বুকি কিংবা ম্যাচ গড়পেটার চাঁইদের উপর নজর রাখার কোনও ব্যবস্থাই নেওয়া হয় নি বোর্ডের তরফে। ভারতীয় বোর্ডের কাছে এ নিয়ে কোনও তথ্য ভান্ডারও মজুদ নেই। বোর্ডের দিকে আঙুল তুলে তিনি আরও বলেন যে ক্রিকেটারদের রোজগারের উপরও নজর রাখে না ভারতীয় বোর্ড। এমনকী বোর্ডের দুর্নীতি দমন শাখার কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জি সম্পত কুমারের ওই পিটিশনের শুনানি হবে বুধবার। তারপরই জানা যাবে যে আইপিএলের ভাগ্যাকাশে কি রয়েছে। তবে সম্পত কুমারও জানিয়েছেন যে আইপিএল বন্ধ করা তার উদ্দেশ্য নয়, তিনি তা চানও না। তার দাবী ম্যাচ গড়পেটা রোখার জন্য বোর্ডের পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আদালত এই প্রতিযোগিতার উপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হোক।