একের পর এক অভিযোগে বিপর্যস্ত জাতীয় দলের পেসার মহম্মদ শামী। এই তারকা ক্রিকেটারের বিপক্ষে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এনে চলেছেন তার স্ত্রী হাসিন জাহান। হাসিন প্রথম পোষ্টটি করেন ফেসবুকে। ওই পোষ্টে তিনি বিভিন্ন মহিলাদের সঙ্গে শামীর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রীনশট দিয়ে অভিযোগ করেন একাধিক নারীর সঙ্গে শামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এরপরেও হাসিন শামীর বিরুদ্ধে অভিযোগ করেন তার উপরের শারীরিক এবং মানসিক নির্যাতনে। এত সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকায় শামীর মুলত কোনঠাসা হয়ে পড়েন। এবং তা এতটাই যে বিসিসিআইও তাদের নতুন চুক্তিতে স্থান দেন নি শামীকে। এমতাবস্থায় শামীর পাশে দাঁড়ালেন তার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী শামীর ব্যাপারে বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, “ আমি যতদূর জানি শামী একজন সত্যিই ভালো মানুষ। ও দেশ বা ওর স্ত্রীকে ঠকাতে পারে না”।
এরপরেই ধোনি আরও যোগ করে বলেন, “ এটা যদিও শামীর একান্ত ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমাদের কোনও কথা না বলাই উচিৎ”। শামীকে একজন দারুণ ক্রিকেটার বলে ধোন পরামর্শ দিয়েছেন যে শামীর উচিৎ এসব থেকে মন দূরে সরিয়ে নিজের খেলার দিকে ধ্যান দেওয়া। প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার শামীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে যেমন রয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব, তেমনি রয়েছেন চেতন চৌহান, এবং মহম্মদ কাইফও।