ভারত অধিনায়ক বিরাট কোহলি ফোটো শেয়ার করার সোশ্য়াল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে একটা পোস্ট করে এত টাকা আয় করেন যে, তা দিয়ে অ্যাপেলের তিনশোটি আইফোন টেন কিনতে পারেন। খবরটা শুনে চক্ষু চড়কগছ হলেও, তথ্য়টা সত্য়ি।
আজকাল সোশ্য়াল মিডিয়ার যুগ। নিজের পছন্দের আইকনের এতো কাছে বোধহয় আর কোনও রকমভাবে পৌঁছানো সম্ভব নয়। দশ-পনেরো বছর আগেও এটা কল্পনা করা যেত না। পছন্দের নায়ক-নায়িকা বা ক্রীড়াবিদকে দেখতে হলে খবরের কাগজে চোখ দিয়ে বসে থাকতে হতো। আর খবর পেলেই সোজা ছুট মারা যেখানে আসছেন। কিন্তু, ওসব দিন আর নেই। বডি গার্ড বা নিরাপত্তারক্ষীর চোখ রাঙানি এড়িয়ে যাকে পছন্দ নয়, তাকে কড়া কথা শোনাতেও যেমন হাতের সামনে সোশ্য়াল মিডিয়া, তেমনই পছন্দের সেলিব্রিটিকে প্রশংসায় ভরিয়ে দিতেও মাউসের কয়েকটা ক্লিকের তফাৎ। শুধু ইন্টারনেট কানেকশনটা ঠিক থাকলেই হলো।
এদেশে ক্রিকেট নাওয়া-খাওয়ার মতোই রোজকার রুটিনের অঙ্গ। ফলে সোশ্য়াল মিডিয়াতে ভারতের ক্রিকেটারদেরই সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। আর তার থেকেই ক্রিকেটারদের এতটা আয় হচ্ছে। সোশ্য়াল মিডিয়াতে পছন্দের ক্রিকেটারকে প্রশংসা জানাতে গিয়ে বা অপছন্দ হলে তাঁকে কড়া কথা শোনাতে গিয়ে তাঁর ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে কোটি কোটি টাকা জমা করতে সাহায্য় করছেন যে কোনও ক্রিকেট অনুরাগী।
ভারত অধিনায়ক বিরাট কোহলি। এখন সবচেয়ে বেশি আলোচনার মধ্য়ে রয়েছেন। ক্রিকেট মাঠে যেমন রানের বন্য়া বইছে, তেমনি সোশ্য়াল মিডিয়া কল্য়াণে তাঁর ব্য়াঙ্ক আকাউন্ট উপচে পড়ছে।

Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS
ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ার ১৫ মিলিয়ন (দেড় কোটি)। ট্য়ুইটারে ফলোয়ার ২০ মিলিয়ন (দু‘কোটি)। ফেসবুকে আবার ৩৬ মিলিয়ন (তিন কোটি ষাট লক্ষ্য়) ফলোয়ার ভারত অধিনায়কের।
খেলোয়াড়রা তাঁদের যে যাঁর খেলা নিয়ে ব্য়স্ত থাকেন বলে, পয়সা খরচ লোক রাখেন পোস্ট করার জন্য়। যাতে সোশ্য়াল মিডিয়া অ্য়াকাউন্টগুলি চালু থাকে তাঁদের। অবশ্য়ই কিছু কিছু পোস্ট নিজেরাও করেন। সবগুলি লোক দিয়ে করান এমনটাও নয়। তবে, সে যাইহোক সেলিব্রিটিদের কল্য়াণে সোশ্য়াল মিডিয়াতে যত বেশি ট্রাফিক আসে, তত বেশি বিজ্ঞাপণদাতারা সেদিকে ঝোঁকেন। আর তা থেকে প্রচুর আয় হয়। এর থেকেই রয়্য়ালটি যায় তারকাদের ঘরে। আবার অনেক সময় বিজ্ঞাপণদাতারা টাকার থলি নিয়ে বসে থাকেন, তাদের পণ্য়ের ব্য়াপারে সোশ্য়াল মিডিয়াতে যাতে সেলিব্রিটিরা যাতে প্রচার করেন।
ফোর্বস ম্য়াগাজিনের রিপোর্ট বলছে, বিরাট ভারতের সবচেয়ে দামি অ্যাথলিট। একটা ইনস্টাগ্রাম পোস্ট করে ভারতীয় মুদ্রায় তিন কোটি কুড়ি লক্ষ টাকা আয় করেন তিনি। আর তারপরেই লোকজন হিসেব শুরু করে দিয়েছে। অনেকেই মজা করে বলছেন বিরাট ইনস্টাগ্রামে একটা পোস্ট করেই তিনশোটি আইফোন টেন কিনতে পারবেন।
আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি‘র পর বিরাট সবচেয়ে জনপ্রিয় (ব্য়বসায়িক দিক থেকে) অ্য়াথলিট এখন। সম্প্রতি বিরাট দারুন ফর্মে আছেন। ভারত অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল প্রায় অজেয় হয়ে উঠেছে।
টেস্ট হোক কিংবা ওয়ান-ডে বা টি-২০ সিরিজ – ভারতের জয়ের ধারা সর্বত্র। বিরাটের নেতৃত্বে ভারত এখনও কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে এবং টি-২০ সিরিজ ভারত জিতেছে।
এছাড়া, ব্য়াট হাতে নিত্য়দিন রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া অভ্য়াসে পরিণত করে ফেলেছেন তিনি।