আইপিএলের একাদশ সংস্করণ প্রায় মাঝ পথেরও বেশি পেরিয়ে এসেছে। এই প্রতিযোগিতায় দেশ বিদেশের বহু বিশ্বসেরা প্লেয়ারই অংশ নিয়েছেন। সেই সঙ্গ প্রতিযোগিতাকে নিয়ে না শুধু ভারতে বরং সারা বিশ্বেই আগ্রহ দেখা গেছে। এই আইপিএলে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন সিএসকের হয়ে দুরন্ত পারফর্মেন্স করে চলেছেন, সেই সঙ্গে চেন্নাইয়ের জয়ে প্রতিবারই বড় ভূমিকা পালন করে চলেছেন। ফলে সিএসকের সমর্থকদের ওয়াটসনকে নিয়ে চূড়ান্ত উন্মাদনাও চোখে পড়ার মত।
একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়াটসন সিএসকেতে তার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেক কথাই জানিয়েছেন। ওয়াটসনকে প্রশ্ন করা হয়েছিল যে ধোনি এবং অন্যান্য অধিনায়কের নেতৃত্বে খেলার সময় আপনি কাকে বেশি পছন্দ করেন। এই প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শেন ওয়াটসন জানান, “ আমি অস্ট্রেলিয়া এবং অন্যান্য অনেক ফ্রেঞ্চাইজির হয়েই খেলেছি। সেখানে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করতে বলেন তাহলে ধোনির অধিনায়কত্বে খেলা এক আলাদাই অনুভূতিকে স্মরণ করায়। ও ভীষণই শান্ত এবং নম্র মানুষ। তা সে আমি ওর বিপক্ষ দলে খেলেই দেখি বা ওর অধিনায়কত্বে খেলেই দেখি। দু ক্ষেত্রেই ওকে আমার একই লাগে।”
ধোনির ভূষয়ী প্রশংসা করে ওয়াটসন আরও জানান, “মহেন্দ্র সিং ধোনি খালি লক্ষ লক্ষ সমর্থকেরই প্রেরণা নয়, ও আমারও প্রেরণা স্রোত। আমরা ক্রিকেট মাঠে ওর কাছ থেকে অনেক কিছুই শিখি। ও নিজের ব্যাটের উপর নির্ভর করে অনেক ম্যাচেই দলকে জয় এনে দিয়েছে”।
রিকি পন্টিং মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের অধিনায়কত্বের তুলনা করে এ কাকে শ্রেষ্ঠ অধিনায়ক বললেন শেন ওয়াটসন!
