ভাগ্য খুলতে চলেছে এক বাঙালির, আইপিএলে নেতা হতে পারেন তিনি

ভাগ্য খুলতে চলেছে এক বাঙালির, আইপিএলে নেতা হতে পারেন তিনি 1

রাজস্থান রয়্যালসের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন স্টিভ স্মিথ বল বিকৃতির জেরে। তার জায়গায় রাজস্থানের নেতা হয়েছেন অজিঙ্ক রাহানে। তবে রাজস্থান স্মিথকে সরিয়ে দিলেও এখনও সংশয়ে আরেক আইপিএল ফ্রেঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ। এখনও তারা ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন নি। তবে হায়দ্রাবাদ সিদ্ধান্ত না নিলেও এক প্রাক্তন তারকার টুইটে হায়দ্রাবাদের অধিনায়ক নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। কি ছিল ওই টুইটে? আর কেই বা করেছে সেই টুইট? প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ কাইফ এক টুইটে লেখেন, “ স্টিভ স্মিথ এখন আর রাজস্থানের অধিনায়ক নয়। সেভাবেই ডেভিড ওয়ার্নারকেও হায়দ্রাবাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে কি আইপিএলের আট দলে আটজন ভারতীয় অধিনায়ক হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে?” আর কাইফের এমন টুইটের পরই এক বাঙালির অধিনায়ক হওয়া নিয়ে বেড়েছে জল্পনা।

ভাগ্য খুলতে চলেছে এক বাঙালির, আইপিএলে নেতা হতে পারেন তিনি 2
Bangladesh captain Shakib Al Hasan celebrates after dismissing Sri Lanka’s Danushka Gunathilaka during the sixth Twenty20 (T20) international cricket match between Bangladesh and Sri Lanka in the tri-nation Nidahas Trophy at the R. Premadasa stadium in Colombo on March 16, 2018. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

কাইফের টুইটের পরই বাংলাদেশের সংবাদমাধ্যমে সাকিব-আল-হাসানকে নিয়ে বেড়ে যায় জল্পনা। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে লেখা হতে শুরু করে যে হায়দ্রাবাদ দলে ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, শিখর ধবন, মনীশ পান্ডে, ভুবনেশ্বর কুমারের মত ক্রিকেটাররা থাকলেও তাদের নেতা হওয়ার দৌড়ে অন্য সকলের থেকে অনেকটাই এগিয়ে সাকিব। এবং অভিজ্ঞতার কারণে যদি শেষ পর্যন্ত সাকিবের হাতেই নেতৃত্ব ওঠে তাহলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। প্রসঙ্গত গত সাত বছর ধরেই আইপিএল নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দারুণ পারফর্মেন্স করেছেন সাকিব। তবে এবার রিটেনশনের দিনে সাকিবকে রিটেন না করায় নিলামে তাকে কিনে নেয় হায়দ্রাবাদ। তবে সাকিবকে নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। নেতৃত্ব পাওয়ার দৌড়ে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে শেষ পর্যন্ত কার হাতে হায়দ্রাবাদের নেতৃত্ব যায় সেটাই এখন দেখার।

ভাগ্য খুলতে চলেছে এক বাঙালির, আইপিএলে নেতা হতে পারেন তিনি 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *