বৃষ্টির কারণে থমকে গেলো রাজস্থান রয়্যালস-দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ

আজ বুধবার জয়পুরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচে খল নায়কের ভূমিকা নিল বৃষ্টি। রাজস্থানের ইনিংসের ১৭ ওভারে আকাশ ভেঙে পড়ে, সেই সময় স্কোরবোর্ড অনুযায়ী রাজস্থানের রান ছিল ১৫৩/৫। ক্রিজে ছিলেন রাহুল ত্রিপাঠি (১৫) এবং কৃষ্ণাপ্পা গৌতম (২)। এর আগে প্রথমে টস জিতে দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। সেই সময় দ্রুত রাজস্থানের বেশ কিছু উইকেট তুলে নিয়ে দিল্লির বোলাররা তাদের অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন। শুরুতেই রাজস্থান ওপেনার ডি’আর্সিকে রান আউট করিয়ে রাজস্থানকে প্রথম ধাক্কা দেন বিজয় শঙ্কর। মিডল অর্ডারে ব্যাট করতে আসা বেন স্টোকসকেও দ্রুত ফিরিয়ে দিয়ে রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় ঝটকা দেন ট্রেন্ট বোল্ট। এরপরই রাজস্থানের ইনিংসকে গড়ার কাজে রাহানের সঙ্গে জুটি বাঁধেন সঞ্জু স্যামসন। এই দুজনে মিলে রাজস্থান ইনিংসকে নির্ভরতা দিতে শুরু করলেও নিজেদের ব্যক্তিগত রানকে বড় রানে পরিবর্তিত করতে ব্যর্থ হন। ২২ বলে ৩৭ রান করে নাদীমের বলে আউট হন স্যামসন অন্যদিকে নাদীমের দ্বিতীয় শিকার হন রাহানে।

বৃষ্টির কারণে থমকে গেলো রাজস্থান রয়্যালস-দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ 1

৪০ বলে ৪৫ রান করে ক্রিস মরিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহানে। এরপর ক্রিজে এসে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন জোস বাটলার। ১৮ বলে ২৯ রান করেন তিনি ২টি চার এবং দুটি ছয়ের সাহায্যে। ঠিক যে সময় মনে হচ্ছিল বাটলার ভয়ঙ্কর হয়ে উঠছেন দিল্লির জন্য ঠিক সেই সময়ই মহম্মদ শামির বলে বোল্ড হয়ে ডাগ আউটে ফেরেন তিনি। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন রাজস্থানের দুই ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি এবং কৃষ্ণাপ্পা গৌতম। এই দুজনে মিলে রাওস্থানের ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ১৭ ওভারে বৃষ্টি এসে তাদের প্রচেষ্টায় জল ঢেলে দেয়। জোরে বৃষ্টি নামলে মাঠের অ্যাম্পায়াররা বাধ্য হন খেলা বন্ধ করে দিতে।

বৃষ্টির কারণে থমকে গেলো রাজস্থান রয়্যালস-দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ 2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *