বিষান সিং বেদি রনজি ট্রফি নিয়ে যা ভাবছেন 1

রনজি ট্রফি ভারতের একটি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির নামকরণ হয়েছে নওয়ানগরের। জাম সাহিব কুমার শ্রী রঞ্জিত সিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন। বিভিন্ন শহর ও রাজ্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের রনজি ট্রফির প্রথম পর্ব তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠেছে। রবীচন্দ্র আশ্বিন খেলছেন তামিলনাড়ুর হয়ে, সুরেশ রায়না খেলছেন উত্তর প্রদেশের হয়ে, গৌতম গম্ভীর ও ইশান শর্মা খেলছেন দিল্লীর হয়ে, মোহাম্মদ সামি ও হৃদ্ধিমান সাহা খেলছেন বাংলার হয়ে আর চেতশ্বর পুজারা খেলছেন সৌরাষ্ট্রের হয়ে। কিন্তু এরপরে ভারতের আরো কয়েকজন তারকা খেলোয়ার প্রথম পর্ব খেলেন নি। হারবাজন সিং ও যুবরাজ সিং দেশের প্রথম শ্রেণীর এই ঘরোয়া লীগ না খেলায় অসন্তোষ প্রকাশ করেছেন বিষান সিং বেদি। ইন্ডিয়ান এক্সপ্রেস কে তিনি বলেন, ‘ প্রথম শ্রেণীর ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে খেলোয়ারা এতে অংশ না নেওয়া আমি পছন্দ করি না। খেলোয়াররা প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলা ভারতের ক্রিকেটের জন্য ভাল লক্ষণ না। যখন আন্তর্জাতিক খেলোয়াররা ঘরোয়া ক্রিকেট খেলা বন্ধ করে দেয় সেটা ভবিষ্য ক্রিকেটের জন্য খারাপ বার্তা বহন করে। ‘ যারা ভারতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি ঘরোয়া এই আসরের প্রথম পর্বে খেলেছেন তাদের প্রশংসাও করেছে বিষান সিং বেদি। তিনি বলেন, ‘ আমি অত্যন্ত আনন্দিত কারন তারা রনজি ট্রফিতে খেলছে। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া লীগে খেলাও খেলোয়ারদের জন্য গুরুত্বপূর্ণ।’

ভারতীয় সাবেক ক্রিকেটার বিষান সিং বেদি বর্তমান সময়ের উদিয়মান বোলার কুলদীপ নায়ারের প্রশংসা করেছেন। হ্যাটট্রিকসহ এই চায়নাম্যান বোলার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নিয়েছেন সিরিজের সর্বোচ্চ সাত উইকেট। এছাড়াও প্রথম টি টুয়েন্টি ম্যাচে মাত্র ১৬ রানে দুই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। বেদি বলেন, ‘ কুলদীপ ভারতীয় ক্রিকেটে আগামীর জন্য ভাল বার্তা নিয়ে এসেছে। আমি তারর উৎদম আর উৎসাহ পছন্দ করি। তবে আমাদের সতর্কতার সাথে তাকে পরিচর্যা করতে হবে। খুব দ্রুতই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না এবং তাকে তার মত খেলতে দেওয়া উচিত হবে।’ তিনি আরো বলেন, ‘ সে একজন তরুণ খেলোয়ার যে যথেষ্ট আত্মবিশ্বাস পেয়েছে এবং যার ফলে মাঠে খেলাকে উপভোগ করে।’

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *