চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারার পর যেন জয়ের রথ থামছে ই না ভারতে। হোক সেটা ক্যারিবিয়ান দ্বীপে কিংবা উপমহাদেশের দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা অথবা নিজেদের ঘরে মাঠে ; সর্বত্র ই অজয়ে ‘টিম ইন্ডিয়া’। ‘১৫ বছর আগে অস্ট্রেলিয়াকে যেমন খেলতে দেখতাম, এখনকার ভারত ঠিক তেমনটাই খেলছে।’— কথাগুলো বলেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রী। ইন্দোরে ভারত- অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে আজ। টানা দুই জয়ে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিকরা। আজ ইন্দোরের তৃতীয় ওয়ানডে জিতে গেলেই সিরিজ জিতে নেওয়া যাবে। সেই লক্ষ্যেই মাঠে নামছে আত্মবিশ্বাসী ভারত। ম্যাচের আগে বিরাট কোহলি বলেন, ‘সিরিজ শুরুর আগেই তো লক্ষ্যের কথা জানিয়েছি। আমাদের লক্ষ্য ছিল সিরিজ জয়। এখনও তাই রয়েছে। তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করতে পারবো। এমন সুযোগ হাতছাড়া করতে চাই না। প্রথম দু’ম্যাচের চেয়ে আরও ভালো খেলতে চাই। দলের ব্যাটসম্যানদের আরও সতর্ক হতে হবে। এবং অবশ্যই বড় ইনিংস খেলতে হবে। প্রথম দুই ম্যাচে বোলাররা দুর্দান্ত খেললেও, ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। সবাইকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ শনিবারের শেষ বেলায় হোলকার স্টেডিয়ামে ভারতীয় দলের নেট সেশন তখন শেষের দিকে। প্যাড-গ্লাভস পরে জাদেজা ঢুকলেন ব্যাট হাতে। তাকে থ্রো- ডাউন দিচ্ছিলেন এক সাপোর্ট স্টাফ। হঠাৎ দেখা গেল বল হাতে সেখানে হাজির কোহালি। টানা তাকে বল করে গেলেন ভারত অধিনায়ক। তখন দাঁড়িয়ে এই সেশন দেখছিলেন দুই নির্বাচক এমএসকে প্রসাদ ও দেবাঙ্গ গাঁধী। সঙ্গে দলের কোচ রবি শাস্ত্রীও। ইন্দোরের পাটা উইকেটে স্পিন- অস্ত্রের সংখ্যা বাড়িয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিকল করতে কি তাই অন্য কিছু ভাবছেন কোহালি- শাস্ত্রীরা।
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার সাংবাদিকদের বলেছেন, ‘এই উইকেটটা ব্যাটিংয়ের পক্ষে দারুণ। মাঠটাও ছোট। কাল মনে হচ্ছে বড় রানের খেলা হবে। ’ এদিকে অস্ট্রেলিয়া শিবির থেকে খবর পাওয়া গেল, ভারতের সিরিজ জয় আটকাতে ওপেনার অ্যারন ফিঞ্চ ও পিটার হ্যান্ডসকম্বকে ফেরাচ্ছে স্মিথ বাহিনী। সহঅধিনায়ক ও ওপেনার ওয়ার্নারই জানিয়ে দিলেন, ‘ফিঞ্চ এলে ব্যাটিংয়ের শুরু থেকেই আগ্রাসনটা দেখাতে পারব আমরা। ’ এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সতর্ক অস্ট্রেলীয় অধিনায়ক স্মিথ বললেন, ‘ইন্দোরের ওয়ানডেতে আগের দুই ম্যাচে নিজেদের ব্যর্থতা ঝেড়ে ফেলতে হবে। নিজেদের সেরা খেলাটা খেলতে হবে ব্যাটসম্যানদের। বোলাররা ভালো করলেও, ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছে আগের দুই ম্যাচে। সিরিজ বাঁচাতে হলে ব্যাটসম্যানদের ভালো ইনিংস খেলতে হবে। ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে।’