বিরাট কোহলির থেকে উপহার পাওয়া ব্যাট ব্যবহারে আর অপেক্ষা করতে পারছেন না ডেনিয়েল ওয়েট 1

বিরাট কোহলির থেকে উপহার পাওয়া ব্যাট ব্যবহারে আর অপেক্ষা করতে পারছেন না ডেনিয়েল ওয়েট 2

ডেনিয়েল ওয়েট! এক আলোচিত ক্রিকেটারের নাম। ইংল্যান্ডের হয়ে ভাল ক্রিকেট খেলার জন্য তিনি যতটা না তিনি আলোচিত তার তিনি ভারতে বেশি আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমর জন্য। এখন সবার মনে বিস্ময় জাগা স্বাভাবিক যে একজন ক্রিকেটার তার ক্রিকেটীয় ভূমিকা ছাপিয়ে কি করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে বেশি আলোচিত হলেন। ইংল্যান্ডে নারী ক্রিকেট দলের সদস্য ডেনিয়েল ওয়েট ২০১৪ সালে তার টুইটার একাউন্ট হতে এক টুইট করে চলে আসেন আলোচনায়। ২০১৪ সালের টিটুয়েন্টি বিশ্বকাপর সেমিফাইনাল ম্যাচের কথা কি মনে পড়ে? ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সেই সেমিফাইনাল! যেখানে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলী অসাধারন এক অর্ধশত রানের ইনিংস খেলেন। তার তারপরে ই টুইট করে বসেন ডেনিয়েল ওয়েট। বিরাট কোহলীকে বিয়ের প্রস্তাব দিয়ে আলোচনা চলেন আসেন তিনি। তিনি টুইট করে ছিলেন, “কোহলী আমাকে বিয়ে কর!” কোহলী সেই টুইটের কি উত্তর দিয়েছেন বা তিনি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছেন কিনা তা জানা না গেলেও তিনি যে ডেনিয়েলের সাথে দেখা করেছেন সেটা জানা গিয়েছে । ২০১৪ সালে যখন ভারত ইংল্যান্ড সফরে যায় তখন কোহলী, ডেনিয়েল ওয়েটের সাথে দেখা করেন। তাদের মাঝে একান্তে কি আলাপ হয়েছে তা জানা না গেলেও তাদের দেখা হওয়া কে স্মরণীয় করে রাখতে কোহলী তার একটি ব্যাট ডেনিয়েল ওয়েটকে।

ডেনিয়েল ওয়েট সপ্তাহের সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন কোহলীর ব্যাট ব্যবহার করে আসন্ন অ্যাশেজে রানে ফিরার জন্য। এখন দেখার বিষয় কোহলীকে বিয়ে করতে চাওয়া ডেনিয়েল ওয়েট কোহলীর ব্যাট ব্যবহার করে নিজেও কোহলীর মত বোলারদের জন্য আতংক হতে পারেন কিনা। তার এই প্রস্তুতি ও কোহলীর ব্যবহারের অপেক্ষার কথা জানিয়ে করা টুইট করে এখন আবার আলোচনায় ডেনিয়েল ওয়েট। টুইটে অপেক্ষার কথা জানানোর পাশাপাশি কোহলীকে ধন্যবাদ জানাতেও ভুলেন নি এই ইংলিশ অলরাউন্ডার। সম্প্রতি সুপার লীগের ফাইনালে অসাধারন খেলা ডেনিয়েল ইংল্যান্ডে হয়ে ৫৩ ওয়ানডে ম্যাচে করেছেন ৬০২ রান। বল হাতে নিয়েছেন ২৭ উইকেট। আর টি-টুয়েন্টিতে ৭০ ম্যাচে ৪৮৮ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ৪৬ উইকেট।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *