অভিযোগ ওঠার পর প্রথমে নিজের জায়গায় অনড় ছিলেন তিনি, তবে ২৪ ঘন্টা পর নিজের আগের অবস্থান বদলালেন অস্ট্রলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। পরিস্কারই জানিয়ে দিলেন বল বিকৃতির সমস্ত দায়ভার স্বীকার করে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তার সঙ্গে এই টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন ডেভিড ওয়ার্নারও। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্মিথ এবং ডেভিড ওয়ার্নার অর্থাৎ অস্ট্রেলীয় দলের অধিনায়ক এবং সহঅধিনায়ক সরে দাঁড়ানোর দলের নেতৃত্ব সামলাবেন উইকেটকীপার টিম পেইন। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে তৃতীয় টেস্টে বল বিকৃতি করতে গিয়ে ধরা পড়ে অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট।
ওই টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালীন মাঠের টিভি ক্যামেরায় ধরা পড়ে বল বিকৃতির চেষ্টা করছেন ক্যামেরন। টিভি ক্যামেরায় দেখা যায় পকেট থেকে হলুদ রঙের কাপড়ের মত কিছু বার করার চেষ্টা করছেন ব্যানক্রফট। এবং তা তিনি লুকোনোরও চেষ্টা করেন তার প্যান্টের মধ্যে। পড়ে দেখা যায় ওই জিনিসটি আসলে শিরিষ কাগজ। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়েছে, “ বল বিকৃতির দায়ে আমি অভিযুক্ত। ম্যাচের আধিকারকদের সঙ্গে আলোচনা হয়েছে। লাঞ্চ বিরতির সময় আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক হয় যে টেপ ব্যবহার করে উইকেটের ক্ষত অংশের মাটির দানা দিয়ে বলের কন্ডিশন বদলানো হবে। যদিও এই পরিকল্পনা কাজে দেয় নি”।
তিনি আরও জানান, “আমাদের ওই পরকল্পনা যেহেতু কাজে আসে নি তাই অ্যাম্পায়ারও বল পরিবর্তন করেন নি। মাঠের স্ক্রীনে আমার ওই ফুটেজ ভেসে ওঠাতেই আমি চেষ্টা করেছিলাম ওই কাগজটা ট্রাউজারের মধ্যে লুকিয়ে ফেলতে”। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড সংবাদমাধ্যমে জানিয়েছেন, “আমরা স্মিথ এবং ওয়ার্নারের সঙ্গে আলোচনা করেছি। আলোচনার পর দুজনেই রাজি হয়েছেন নেতৃত্ব থেকে সর দাঁড়াতে। আমরা খুব দ্রুত এই ঘটনার তদন্ত করে দেখব”।
