বল বিকৃতি বিতর্কে বিরূপ মন্তব্য করে এবার বিপাকে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বল বিকৃতি করে এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটে খলনায়ক বনে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আইসিসি তাকে এক ম্যাচের নির্বাসন দিয়েছে। সেই সঙ্গে তাকে সরে যেতে হয়েছে আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকেও। এই মধ্যেই শুনতে পাওয়া যাচ্ছে স্টিভ স্মিথকে আজীবন নির্বাসনের শাস্তির মুখে পড়তে হতে পারে। শুধু স্মিথ নন, তার সঙ্গে আজীবন নির্বাসিত হতে পারেন অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারও। এই অবস্থায় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী স্টিভ স্মিথের পাশে দাঁড়ালেন আরেক অস্ট্রলীয় তথা নাইট তারকা ক্রিস লিন। সংবাদমাধ্যমে লিন জানিয়েছেন যে বল বিকৃতি করার মত কাজ অস্ট্রেলীয়দের নয়। সেই সঙ্গে লিন এও জানান যে ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে বল বিকৃত করা হয়।
এই মুহুর্তে বল বিকৃতির দায়ে সকলেরই তিরস্কারের মুখোমুখী হতে হচ্ছে স্মিথকে। কিন্তু লিন তার অধিনায়কের পাশেই দাঁড়াচ্ছেন। স্মিথের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “ আমি মনে করি প্রত্যেকটি ক্রিকেটারই তাদের ক্রিকেট কেরিয়ারের কোনও না কোনও সময় বল বিকৃতি করেছেন। সেটা হয় গ্রেড ক্রিকেটে কিংবা অন্য কোনও লেভেলের ক্রিকেটে। কিন্তু সেই ঘটনা এই পর্যায়ে পৌঁছয় নি”। প্রসঙ্গত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে কাঁধে চোট পান লিন। এই মুহুর্তে তিনি রিহ্যাবে রয়েছেন। অন্যদিকে আইপিএল শুরু হতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এই অবস্থায় তিনি আইপিএলে অংশ নিতে পারবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছে সন্দেহ।

এমতাবস্থায় নিজের চোট নিয়ে মন্তব্য করার বদলে লিনের এই বল বিকৃতি কান্ডে মন্তব্য করায় অনেকেই অবাক হয়েছেন। অন্যদিকে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর সংবাদমাধ্যমে জানিয়েছেন যে আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ক্রিস লিন এবং আন্দ্রে রাসেলকে দলে পাওয়া যাবে। এর মধ্যে কেকেআরের নেটেও প্র্যাকটিস করতে দেখা গেছে লিনকে। কেকেআরের প্রথম ম্যাচ আরবিসির বিরুদ্ধে আগামি ৮ এপ্রিল শুরু হবে।