পিঠের ব্যাথায় মাঠের বাইরে জাদেজা, ইরানি ট্রফিতে জায়গা পেলেন অশ্বিন

পিঠের ব্যাথায় মাঠের বাইরে জাদেজা, ইরানি ট্রফিতে জায়গা পেলেন অশ্বিন 1

ভারতের নতুন স্পিনার জুটি কুলদীপ এবং চহেলের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে অগেই ভারতীয় দলে ধোকা মুশকিল হয়ে পড়েছিল তার। এবার পিঠে চোটে কাবু রবীন্দ্র জাদেজা অনির্দিষ্ট কালের জন্য চলে গেলেন মাঠের বাইরে। তবে জাদেজার চোট সুযোগ এনে দিল আরেক অলরাউন্ডার স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জন্য। চোট পাওয়া জাদেজার পরিবর্তে ইরানী কাপে অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেলেন এক সময়ে ভারতের নির্ভরযোগ্য অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে অশ্বিনও পড়েছিলেন চোটের কবলে। যে কারণে দেওধর ট্রফিতেও খেলা হয়ে ওঠে নি তার। সেই সময় বিসিসিআইয়ের নিজেস্ব মেডিক্যাল দলের পক্ষ থেকে প্রায় এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এই মুহুর্তে সম্পূর্ণভাবে ম্যাচ ফিট এই স্পিনার। বিসিসিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, “ অশ্বিন চোট সারিয়ে উঠেছেন। সেই সঙ্গে তিনি খেলার মতও পরিস্থিতিতে আছেন”।

পিঠের ব্যাথায় মাঠের বাইরে জাদেজা, ইরানি ট্রফিতে জায়গা পেলেন অশ্বিন 2

জাদেজাকে নিয়েও বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, “আমাদের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জাদেজাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে”। এমনিতেই যবে থেকে ভারতের দুই রিস্ট স্পিনার কুলদীপ এবং চহেল ভারতের প্রথম একাদশে জায়গা পেয়েছেন তবে থেকেই জাদেজা এবং অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে। নিদাহাস ট্রফির শেষে আইপিএল শুরু হবে ভারতে। তারপর ভারতের সামনে পড়ে আছে লম্বা ক্রিকেট মরশুম। ফলত ইরানি ট্রফিতে সুযোগ পাওয়া অশ্বিনের পক্ষে শাপে বরই হয়েছে। যদি অশ্বিন এই ঘরোয়া টুর্নামেন্টে ভালো ফল করেন সেই সঙ্গে আইপিএলে নিজের ফর্ম ধরে রাখতে পারেন তাহলে সামনে লম্বা সিরিজের আগে তাকে প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভবনা প্রবল হতে পারে। ফলে আপাতত ইরানি ট্রফির দিকেই তাকিয়ে আছেন ভারতের এই স্পিন তারকা।

পিঠের ব্যাথায় মাঠের বাইরে জাদেজা, ইরানি ট্রফিতে জায়গা পেলেন অশ্বিন 3
India’s Ravichandran Ashwin during the ICC Champions Trophy match at Edgbaston, Birmingham. PRESS ASSOCIATION Photo. Picture date: Saturday June 15, 2013. See PA story CRICKET India. Photo credit should read: Rui Vieira/PA Wire. RESTRICTIONS: Use subject to restrictions. Editorial use only. No commercial use. Call 44 (0)1158 447447 for further information.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *