[cwa id='h1']
পাটনাতেও এবার নিজের ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চলেছেন ধোনি

JCC
পেশাদার ক্রিকেটার হতে চান?
এখানে রেজিস্টার করুন

*T&C Apply

পাটনাতেও এবার নিজের ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চলেছেন ধোনি 1

নিজের এলাকায় ক্রিকেটের নতুন প্রজন্ম গড়তে যান প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নতুন প্রজন্মকে শেখাতে চান তার নিজেস্ব সিগনেচার শট হেলিকপ্টার শট। আর সেই উদ্দেশ্যেই বিহারের রাজধানী পাটনার প্যাটেল নগর এলাকার উর্জা স্টেডিয়ামে আগামি এপ্রিল মাসে নিজের আট নম্বর ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চলেছেন মাহি। আইপিএল শেষ হওয়ার পর তিনি স্বয়ং আসবেন পাটনায়। সে অর্থে বিহারের নিজেস্ব কোনও ক্রিকেট সংস্থা ছিল না এতদিন। সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরই এই রাজ্যে ক্রিকেট সংস্থা গড়ে উঠেছে। ফলে বিহারের ক্রিকেট উৎসাহীদের মনে ধোনির ক্রিকেট অ্যাকাডেমি ঘিরে তৈরি হয়েছে বিশাল উন্মাদনা। প্রসঙ্গত এর আগে গত বছর নভেম্বর মাসে দুবাইতে নিজের নামের প্রথম ক্রিকেট অ্যাকাডেমি খুলেছিলেন হেলিকপ্টার শটের জনক মহেন্দ্র সিং ধোনি। তারপর একে একে সিঙ্গাপুর, দিল্লি, বারাণসী, লখনউ, বেরিলি এবার বোকারোতে তার ক্রিকেট অ্যাকাডেমি ছড়িয়ে দেন ধোনির ক্রিকেট অ্যাকাডেমীর কর্মকর্তারা।

পাটনাতেও এবার নিজের ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চলেছেন ধোনি 2

ধোনির ক্রিকেট অ্যাকাডেমির অন্যতম সদস্য তথা ধোনির পরিচালন সংস্থার ম্যানেজার মিহির দিবাকর সংবাদমাধ্যমকে জানিয়েছে, “ধোনির নামের অ্যাকাডেমির চুক্তিপত্র তৈরি হয়ে গেছে। আইপিএল শেষ হলেই পাটনায় আসবেন প্রাক্তন ভারত অধিনায়ক। পাটনার এই ক্রিকেট অ্যাকাডেমিতে একসঙ্গে প্রায় ১৫০ জন ক্রিকেটার প্রশিক্ষণ নিতে পারবেন। সঠিক ট্রায়ালের মাধ্যমেই শিক্ষার্থি নির্বাচন করা হবে। তবে এখনও প্রশিক্ষণের খরচ ঠিক হয় নি”। তিনি আরও জানিয়েছেন যে যাতে রাজ্যের বিভিন্ন স্তরের প্রতিভাসম্পন্ন ক্রিকেটাররা এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে পারেন তা তারা মাথায় রাখছেন। ধোনির দলের আরেক সদস্য তথা ধোনির বন্ধু জানিয়েছেন ধোনি ঠিক ব্যবসায়িক স্বার্থে এই অ্যাকাডেমি খুলছেন না। আসলে ধোনি ভারতীয় ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চান। সেই লক্ষ্যেই এই ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চলেছেন ভারতকে দু’দুটি বিশ্বকাপ দেওয়া অধিনায়ক।

পাটনাতেও এবার নিজের ক্রিকেট অ্যাকাডেমি গড়তে চলেছেন ধোনি 3

[cwa id='revcontent']
SHARE
কবি, সাংবাদিক এবং গদ্যকার। শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারার অন্ধ ভক্ত। ক্রিকেটের বাইরে ফুটবলে ব্রাজিলের সমর্থক। পছন্দের খেলোয়াড় নেইমার এবং লিওনেল মেসি। অ্যাডভেঞ্চারিস্ট।
[cwa id='moreat']