নিউজিল্যান্ডকে টি২০ সিরিজের শেষ ম্যাচে হারিয়ে রস টেলরকে কি জবাব দিলেন বীরু! 1

নিউজিল্যান্ডকে টি২০ সিরিজের শেষ ম্যাচে হারিয়ে রস টেলরকে কি জবাব দিলেন বীরু! 2

ভারত বুধবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টি২০ সিরিজ জিতে নেওয়ায় সিরিজের নির্নায়ক ম্যাচের আগে করা রস টেলরের ‘দর্জি’ ম্যাসেজের অসেহবাগোচিত জবাব দিলেন প্রাক্তণ ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ। ওয়ান ডে সিরিজের শুরু থেকে বীরেন্দ্র সেহবাগ এবং রস টেলরের মধ্যে শুরু হওয়া পরিহাসকে একটি মজাদার ম্যাসেজের মাধ্যমে অন্যমাত্রায় নিয়ে যান টেলর। নিজের ইন্সটাগামে একটি বন্ধ হয়ে যাওয়া দর্জির দোকানের বাইরে বসা অবস্থায় নিজের ছবি পোষ্ট করে টেলর লেখেন, “ রাজকোট মে ম্যাচকে বাদ দর্জি (টেলর) কে দুকান বন্দ। আগলি সিলাই ত্রিবেন্দ্রাম মে হোগি, জরুর আনা। (রাজকোটে ম্যাচের পর দর্জি (টেলর) এর দোকান বন্ধ। পরের সেলাই ত্রিবেন্দ্রামে হবে। অবশ্যই এসো)”। পরে টুইটারে সেহবাগ বিস্ময় প্রকাশ করে লেখেন যে তিনি ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে (ইউআইডিএআই) জিজ্ঞাসা করতে গিয়েছিলেন যে টেলরকে তার অবিশ্বাস্য হিন্দীর জন্য আধার কার্ড দেওয়া হবে কিনা। এরপরই তিরুবনন্তপুরমে তৃতীয় টি২০ ম্যাচে ভারতের জয়ের পর এই প্রাক্তন এই ওপেনার টেলরের দর্জি ম্যাসেজের উত্তর দেন। একই সময়ে টেলরকে খোঁচা দেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরো ‘ভাল মানুষ’ বলেছেন, যাতে ফের টেলরের কাছ থেকে পালটা খোঁচা না আসে।নিউজিল্যান্ডকে টি২০ সিরিজের শেষ ম্যাচে হারিয়ে রস টেলরকে কি জবাব দিলেন বীরু! 3 নিউজিল্যান্ডকে টি২০ সিরিজের শেষ ম্যাচে হারিয়ে রস টেলরকে কি জবাব দিলেন বীরু! 4
টুইটারে সেহবাগ লেখেন, “ ধুলাই কে বাদ সিলাই (ধোয়ার পরেই সেলাই), ভাল খেলেছ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর আমার কখনোই খারাপ লাগত না কারণ তারা খুবই ভাল মানুষ। কিন্তু ভারতের জন্য এটা একটা মধুর জয়”। এই ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ৬ রানে হারায়। বৃষ্টিতে দেরী হওয়ার কারণে দু দলের জন্যই এই ম্যাচটি ৮ ওভারে এসে দাঁড়ায়। আগে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে বিরাট কোহলি, মনীশ পান্ডে এবং হার্দিক পাণ্ডিয়ার ব্যাটে ভর করে ভারত পাঁচ উইকেট হারিয়ে করে ৬৭ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলায় নিউজিল্যান্ডকে দেখে কখনোই মনে হয়নি তারা এই রান তাড়া করে জিততে পারবে বলে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে তারা ৬১ রান করে। ৬ রানে ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় ভারত।নিউজিল্যান্ডকে টি২০ সিরিজের শেষ ম্যাচে হারিয়ে রস টেলরকে কি জবাব দিলেন বীরু! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *