এই মুহুর্তে ইন্টারনেটে সবচেয়ে আলোচিত বিষয় কি? ভারতের প্রথম টি টুয়েন্টি জয়? না আলোচিত হচ্ছে ধোনীর সাথে এক সুন্দরী তরুণীর ছবি! অথচ রাঁচিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টি- টুয়েন্টিতে চতুর্থ দল হিসেবে ৫০তম টি-টুয়েন্টি জিতল ভারত। সামনে রেকর্ডের হাতছানি এমন সময় বৃষ্টির বাগড়া। ভারতের তবু কোনও ক্ষতি হয়নি, ম্যাচের দৈর্ঘ্য কমেছিল এই যা। ছয় ওভারে ৪৮ রানের লক্ষ্যকে হেসে খেলেই তিন বল বাকি থাকতে জিতে নিয়েছে ভারত। সঙ্গে ছোঁয়া হয়ে গেছে যায় মাইলফলকও। এর আগে এই কীর্তি রয়েছে কেবল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং শ্রীলঙ্কার। অথচ এসব বাদ দিয়ে সবার আলোচনা ধোনীর সাথে সুন্দরী তরুণীর ছবি ঘিরে। অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজ শুরু হয়েছিল ধোনীর নিজের শহর রাঁচি থেকেই ৷ তাই একদিনের সিরিজের পর মাঝের এই ছুটিটা পরিবারের লোকদের সঙ্গেই চুটিয়ে উপভোগ করছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ রাঁচিতে ধোনির বাড়িতেই আবার এসেছিল ‘রাঁচি ডায়রিজ’-এর পুরো টিম। ‘রাঁচি ডায়রিজ’-এ অভিনয় করেছেন সৌন্দর্য শর্মা নামের নতুন এক নায়িকা। ধোনির সঙ্গে সেলফিও তুলেছেন এই মিষ্টি নায়িকা।
এক ছবিতেই তোলপাড় নেট দুনিয়া। বলতে গেলে, পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণ ঘটে গিয়েছে কেবল একটি ছবিতেই। সেই ছবিতে দেখা যাচ্ছে ধোনির সঙ্গে রয়েছেন এক সুন্দরী তরুণী। এই ‘রহস্যময়ী’র পরিচয় জানার জন্যই যত তোলপাড়। নায়িকা সৌন্দর্য নিজেও জানেন ধোনির সঙ্গে একটা ছবিই গোটা ভারতে তাঁকে মুহূর্তে পরিচিত করে দিতে পারে। ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনীর সাথে সাক্ষাতের পরে আপ্লুত হয়ে যান সৌন্দর্য। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “আমার প্রিয় এমএস ধোনির সঙ্গে। ‘ফ্যাশন কুইন’ সম্পর্কে ভাল কথা বলার জন্য ধন্যবাদ তোমাকে। ‘রাঁচি ডায়রিজ’ আমার প্রথম ছবি। আমার প্রথম ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছে ধোনি।”