কানপুরের গ্রিন পার্ক ওভালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের শেষ ম্য়াচে গত রবিবার (২৯ অক্টোবর) ভারত অধিনায়ক বিরাট কোহলি ওয়ান-ডে ক্রিকেটে তাঁর কেরিয়ারের ৩২তম শতরান করেছেন। সিরিজ ১-১ ব্য়বধানে থাকায় দুই দলের কাছেই ম্য়াচটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জয়ের ভাবনা নিয়েই মাঠে নেমেছিল ভারত। ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া ফলা প্রথম থেকেই নিউজিল্য়ান্ডের বোলিং আক্রমণকে ফালাফালা করতে থাকে সেই লক্ষ্য়ে।

ভারত অধিনায়ক শুরুটা ধীর গতিতে করলেও অর্ধ-শতরান করার পর বিধ্বংসী মেজাজ ধরেন। ৯৬ বলেই শতরানে পৌঁছে যান। ২০১৭‘তে কোহলি এই নিয়ে ছ‘টা সেঞ্চুরি করে ফেললেন। এক ক্য়ালেন্ডারবর্ষে একদিনের ক্রিকেটে এতগুলি সেঞ্চুরি করে বিরাট এলিট ক্লাবে যোগ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে। দ্রাবিড় ১৯৯৯ সালে এই নজির গড়েছিলেন। এই তালিকায় বিরাটের স্থান চতুর্থ নম্বরে। এক ক্য়ালেন্ডার বর্ষে সেঞ্চুরি করার নিরিখে তালিকায় সবার ওপরে রয়েছেন ক্রিকেট গড শচীন তেন্ডুলকর। ১৯৯৮ সালে এক ক্য়ালেন্ডার বর্ষে ৫০ ওভারের ক্রিকেটে ন‘টা শতরান করেছিলেন লিটল মাস্টার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (২০১৬ সাল) ও ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (২০০০ সাল)। রোহিত শর্মা এই তালিকায় যুগ্মভাবে পাঁচ নম্বরে বেশ কয়েকজন বড় নামের সঙ্গে। ভারতীয় দলের সহ-অধিনায়ক এবছর পাঁচটি শতরান করেছেন তারঁ কেরিয়ারের ১৫তম ওডিআই সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে।
টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক সেঞ্চুরি করার তালিকাতে দ্রাবিড়কে হটিয়ে আট নম্বরে স্থানে চলে এসেছেন কোহলি। টেস্টে ৩৬টি ও একদিনের ক্রিকেটে ১২টি শতরান নিয়ে দ্রাবিড় মোট ৪৮টি শতরান করেছিলেন আন্তর্জাতিক কেরিয়ারে। মাত্র আটাশ বছর বয়েসেই বিরাট ৪৯টি শতরান করে ফেললেন আন্তর্জাতিক কেরিয়ারে। ৩২টি শতরান ওয়ান-ডে ক্রিকেটে এবং ১৭টি টেস্টের আসরে। তালিকায় সবার ওপরে রয়েছেন শচীন। টেস্টে ৫১টি ও একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ১০০টি শতরান করার নজির একমাত্র রয়েছে ক্রিকেট গডের দখলে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। পান্টারের টেস্টে ৪১টি এবং একদিনের ক্রিকেটে ৩০টি শতরান মিলিয়ে মোট শতরানের সংখ্য়া ৭১টি।
কানপুর ওয়ান-ডে‘তে বিরাটের নামের পাশে একাধিক রেকর্ড যোগ হয়েছে। একদিনের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে ৯০০০ রান করার রেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার এবি ডি‘ভিলায়ার্সের রেকর্ড ভেঙেছেন। এবি এই কৃতিত্ব করে দেখিয়েছিলেন ২০৫টি ইনিংসে, সেখানে বিরাট তা ১৯৪টি ইনিংসেই করে দেখালেন।
এছাড়া, কোহিলর নামের পাশে আরও একটি রেকর্ড লেখা হয়েছে। ২০১৭ ক্য়ালেন্ডার বর্ষে ভারত অধিনায়ক প্রথম ক্রিকেটার হিসেবে ২০০০ রান অতিক্রম করেছেন। টেস্ট, ওয়ান-ডে এবং টি-২০ ক্রিকেট মিলিয়ে বিরাট এবছর ২০৯৫ রান করেছেন এখনও পর্যন্ত। তালিকায় তাঁর পরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (১৯৮৮ রান) এবং ইংল্য়ান্ডের জো রুট (১৮৫৫ রান)। কোহলি গত বছরও একই কৃতিত্ব করে দেখিয়েছেলন। এখানে উল্লেখ্য় শচীন তেন্ডুলকর এই কৃতিত্ব ১৯৯৬, ১৯৯৭ এবং ১৯৯৮ টানা তিন বছর করে দেখিয়েছিলেন (তখন টি-২০ ক্রিকেটের জন্ম হয়নি)। বিরাট ২০১৭ সালের প্রথম ক্রিকেটার যিনি একহাজার রান করলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেট মিলিয়ে এবছর বিরাটের আটটি শতরান করেছেন।