এর আগে বলিউড বাদশা কলকাতা নাইট রাইডার্স দলের সমর্থক এবং ক্রিকেটারদের কথা দিয়েছেন যদি তার দল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তিনি ইডেনে সামারসল্ট দেবেন। কথা রেখেছিলেন কিং খান। এবার তার এক সময়ের বলিউড সতীর্থ প্রীতিও জিন্টাও অনুসরণ করলেন তাকে। গত শনিবার ইডেনে তার দল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেওয়ার পর এই বলিউডের ডিম্পল গার্ল ঘোষণা করেন যদি এবারে তার দল আইপিএল চ্যাম্পিয়ন হয় তাহলে দলের জন্য তিনি বিশেষ কিছু করে দেখাবেন। যদিও ঠিক কি করার কথা বলেছেন প্রীতি তা অবশ্য তিনি পরিস্কার করেন নি। শনিবারের ম্যাচের পর প্রীতি ম্যান অফ দ্য ম্যাচ কে এল রাহুলের সাক্ষাতকার নিচ্ছিলেন টিভিতে। সেখানেই হঠাৎ রাহুল প্রীতির কাছে আবদার করে বসেন, “ শাহরুখ ভাই যেমন দল চ্যাম্পিয়ন হওয়ার পর সামারসল্ট দিয়েছিলেন, তোমাকেও কিন্তু আমাদের জন্য এরকম কিছু করে দেখাতে হবে”। জবাবে বলিউড সুন্দরী বলেন, “ আরে ব্যাপারটা কী? কেন তোমরা সবসময় আমাকে নিয়ে মজা করো? তবে ঠিক আছে কথা দিচ্ছি আমিও বিশেষ কিছু করে দেখাব। তার আগে তোমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাও”।
প্রসঙ্গত কিংসের আরেক ওপেনার ক্রিস গেইলকে প্রথম দিকে নিলামে দলে নেয় নি পাঞ্জাব। দ্বিতীয়দিন অবশ্য তাকে দলে নেয় তারা। সেই গেইলই এবার তাদের হয়ে আইপিএল মাতাচ্ছেন। গেইলকে নিয়ে পাঞ্জাব মালকিন বলেন, “ এটা ঠিক যে প্রথমে আমরা গেইলকে দলে নিই নি। আসলে ওর জায়গায় আমরা একজন ভারতীয় ব্যাটসম্যানকে নেব বলে ঠিক করে রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা কাউকে না পাওয়ায় দ্বিতীয় দিন আমরা ওকে নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন তো দেখিই ও-ই কাঁপিয়ে দিচ্ছে”। তবে গেইলের পাশাপাশি রাহুলকে নিয়েও উচ্ছ্বসিত প্রীতি।
তাকে নিয়ে তিনি বলেন, “ শুধু গেইলের উপর চাপ দিলে হবে না। তোমাদের সবাইকেও একসঙ্গে ভাল পারফর্মেন্স করতে হবে। তা না হলে আমরা চ্যাম্পিয়ন হব কি করে? এবারের আমাদের দলটা অনেক ভাল। অশ্বিনের মত একজন অধিনায়ককে আমরা পেয়েছি। দলে ভালো ব্যাটসম্যান এবং বোলার দুই-ই আছে। তাহলে কোনও কারণ দেখছি না আমাদের চ্যাম্পিয়ন না হওয়ার”। রাহুলও প্রীতিকে জানিয়ে দেন, “ আমরাও অবশ্যই চেষ্টা করব নিজেদের সেরাটা তুলে ধরে চ্যাম্পিয়ন হওয়ার।কিন্তু এখনও আমাদের অনেক রাস্তা পেরোতে হবে। আরও অনেকগুলো ম্যাচ জিততে হবে। ক্রিজে দাঁড়িয়ে আমি তাই গেইলকে বলেছিলাম বেশি ঝুঁকি নিও না, হঠাৎ কোমরে বা পিঠে ব্যাথা শুরু হলে মুশকিলে পড়ে যাবে। এখনও তোমাকে অনেকগুলো ম্যাচ খেলতে হবে। সেই শুনে গেইল বলেছিল, ‘চিন্তা কোরো না আমি একেবারে ফিট আছি”।