জেনে নিন বেন স্টোকসের সেদিনের কান্ড 1

জেনে নিন বেন স্টোকসের সেদিনের কান্ড 2

বেন স্টোকস একজন প্রতিভাবান অলরাউন্ডার। ইংল্যান্ড ক্রিকেট টিমকে সব ফরম্যাটে সমান ভাবেই সার্ভিস দিয়ে আসছেন। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে রয়েছেন সেরা পাঁচের ভিতরে। বেন স্টোকস যতটা ভাল খেলোয়াড় হয়ত তার চেয়ে বেশি ক্ষ্যাপা মেজাজের মানুষ। খেলার মাঠে রয়েছে অসংখ্য খারাপ আচরণের রেকর্ড। বিপক্ষ টিমের খেলোয়াড়দের সাথে স্লেজিং থেকে শুরু করে গালিগালাজ পর্যন্ত করেছেন এই বেন স্টোকস তবে ক্রিকেটের ভাষায় তিনি একজন ভাল খেলোয়াড়। গত আইপিএলেও ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড়।

 

 

গত সপ্তাহের রবিবারে ওয়েস্টইন্ডিজের সাথে দারুণ এক ইনিংস খেলেন বেন স্টোকস। ৭৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। ঐ ম্যাচ ইংল্যান্ড জিতে নেয় ১২৪ রানে। এই জয় উদযাপন কর‍তে রবিবার রাতে ব্রিস্টল শহরে স্থানীয় একটি নাইট ক্লাবে গিয়েছিলেন ইংল্যান্ড দলের টেস্ট সহ অধিনায়ক বেন স্টোকস সঙ্গী হিসেবে ছিল আরেক সতীর্থ এলেক্স হ্যালস। সেখানে গিয়ে ঝামেলা সৃষ্টি করেন বেন স্টোকস। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নাইট ক্লাবে মারামারি করেন বেন স্টোকস ও হ্যালস। এই অপ্রীতিকর ঘটনার জন্য সাথে সাথে গ্রেফতার হন বেন স্টোকস, ব্রিস্টল শহরের পুলিশ তাকে সাথে সাথে জেল হাজতে প্রেরণ করেন যদিও পরের দিন জামিনে মুক্তি পেয়ে গেছেন তিনি।

 

ঘটনার ঠিক একদিন পরেই “দ্যা ডেইলি সান” মারামারির ভিডিও ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা গেছে, ঘুষি মেরে একজনকে মেরে রাস্তায় ফেলে দিয়েছেন বেন স্টোকস। শহরের কুইন্স রোডে এ মারধরের শুরুতেই একজনকে ভাঙা কাচের বোতল হাতে শাসাতে দেখা গেছে, আর তাকে নিরস্ত্র করতে সব চেষ্টা করেছেন সবুজ টি-শার্ট ও কালো ট্রাউসার পরা স্টোকস। এরপর ওই দুজন ব্যক্তির সঙ্গে বেশ কিছু সময় ধস্তাধস্তি করতে দেখা গেছে তাকে। তাদের একজন বলছিলেন, ‘ওই স্টোকস, যথেষ্ট হয়েছে।’ ধস্তাধস্তির পর প্রথমে বোতল হাতে নেয়া ব্যক্তিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন স্টোকস, এরপর অপরজনকে থাপ্পড় মারেন তিনি। ভিডিওতে দেখা গেছে, তাকে বারবার শান্ত হতে বলছেন ওয়ানডে দলের সতীর্থ অ্যালেক্স হেলস।

একজন প্রত্যক্ষদর্শী দ্য সানকে বলেছে, ‘আমি দেখলাম এক মিনিটে স্টোকস ১৫টি ঘুষি দিলো। তার যে আঙুল ভেঙে গেছে এটা অবাক হওয়ার বিষয় নয়। যেভাবে ও মেরেছে তার আঙুল ভাঙ্গতেই পারে।’

 

এদিকে এই ঘটনার দায়ে ইংল্যান্ড দল থেকে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছে বেন স্টোকস ও এলেক্স হ্যালস। যদিও নভেম্বরে শুরু হবে অ্যাশেজ সিরিজ দলে আছেন বেন স্টোকস তবে এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর এই ঘটনার জন্য আরো তদন্ত চলছে তদন্ত অনুযায়ী স্টোকসের জন্য যা শাস্তি নেওয়া দরকার সেটাকেই শ্রদ্ধা জানাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *