ক্রিকেটেও দেখা দিল নারী পুরুষের বৈষম্য, কোহলিদের মাইনে কোটিতে, মেয়েরা পাচ্ছেন মোটে কয়েক লাখ

ক্রিকেটেও দেখা দিল নারী পুরুষের বৈষম্য, কোহলিদের মাইনে কোটিতে, মেয়েরা পাচ্ছেন মোটে কয়েক লাখ 1

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে নারী-পুরুষের সমানাধিকারের কথা বলা হচ্ছে সেখানে ভারতীয় বোর্ড হাঁটল সম্পূর্ণ উল্টো রাস্তায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নতুন কন্ট্র্যাক্ট লিস্ট সামনে আসতেই এই বৈষম্যটি আরও পরিস্কার হয়ে উঠল সকলের সামনে। যেখানে পুরুষদের ক্রিকেট দলের জন্য ভারতীয় বোর্ড মোট চারটি গ্রেডের প্রচলন করেছে সেখানে মহিলাদের জন্য রাখা হয়েছে মাত্র তিনটি। পুরুষদের ক্যাটাগরিগুলি হল যথাক্রমে এ প্লাস, এ, বি, এবং সি। অন্যদিকে মহিলা ক্রিকেট দলে রাখা হয়েছে মাত্র তিনটি গ্রেড। এ, বি এবং সি। যেখানে ভারতীয় বোর্ডের নতুন কন্ট্র্যাক্ট লিস্ট অনুযায়ী ভারতীয় পুরুষ দলের সর্বোচ্চ গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন বার্ষিক সাত কোটি টাকা সেখানে মহিলা দলের সর্বোচ্চ গ্রেডে থাকা ক্রিকেটাররা পাবেন মোটে ৫০ লক্ষ টাকা।

ক্রিকেটেও দেখা দিল নারী পুরুষের বৈষম্য, কোহলিদের মাইনে কোটিতে, মেয়েরা পাচ্ছেন মোটে কয়েক লাখ 2

ভারতীয় পুরষ দলের গ্রেড অনুযায়ী থাকা কোহলি ধবনরা যেখানে পাচ্ছেন বছরে যথাক্রমে ৭, ৫, ৩ এবং ১ কোটি টাকা করে, সেখানে ঝুলনদের গ্রেড অনুযায়ী মহিলা দলের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে বার্ষিক ৫০, ৩০ এবং ১০ লক্ষ টাকা করে। যা নিয়ে সরব হয়েছে গোটা দেশ। গত বিশ্বকাপের ফাইনালে ওঠার পরও কেন ঝুলনরা এই বৈষম্যের শীকার না নিয়েও উঠে পড়েছে প্রশ্ন। যদিও এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করে নি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে এভাবে ঝুলনদের বঞ্চিত করে যে ভারতীয় বোর্ড মহিলা ক্রিকেটারদের মনোবল ভেঙে দিচ্ছেন তা প্রকারন্তরে মেনে নিয়েছেন সকলেই।

ক্রিকেটেও দেখা দিল নারী পুরুষের বৈষম্য, কোহলিদের মাইনে কোটিতে, মেয়েরা পাচ্ছেন মোটে কয়েক লাখ 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *