Ashish Nehra of India was presented with memento by Indian team and BCCI during the the 1st T20I match between India and New Zealand held at the Feroz Shah Kotla Stadium in New Delhi. 1st November 2017Photo by Prashant Bhoot / BCCI / SPORTZPICS

ভারতীয় ক্রিকেটেপ্রেমীদের মনে আশিস নেহেরা যতটা স্মরনীয় হয়ে থাকবেন ২০০৩ ওয়ার্ল্ডকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তার স্বপ্নের বোলিং স্পেলের জন্য ঠিক ততটাই স্মরণীয় হয়ে থাকবেন তাঁর স্মিত চওড়া হাসির জন্যেও। কিন্তু তাঁর সেই চওড়া হাসির পেছনে এমন একটা মানুষ রয়েছেন যিনি স্পষ্ট কথা বলতে কখনও পিছু হাঁটেন না। বুধাবার জীবনের শেষ ম্যাচ খেলে ফেলার পরেও তার মধ্যে সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাই নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের সাম্প্রতিক মন্তব্যের ক্রিস্টাল ক্লিয়ার জবাব দিতেও তিনি পিছু হটেন না। নেহেরার অবসর ঘোষনার পরের দিনই নির্বাচক প্রধান মন্তব্য করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে কোনো মতেই তারা নেহেরার কথা ভাবেন নি। এই মন্তব্যের পর সকলেই ধরে নিয়েছিল যে নেহেরার অবসরের সিদ্ধান্ত অনেকটাই নির্বাচকদের এই মনোভাব দ্বারা প্রভাবিত। যদিও ৩৮ বছর বয়েসি এই বাঁ হাতি পেসার ঘটনাটি স্পষ্ট করে দিয়ে বলেছেন এ ব্যাপারে নির্বাচকরা কখনই তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেন নি। নেহেরা বলেন, ‘ নির্বাচক প্রধানের কথা আমি শুনেছি। এ ব্যাপারে আমি কিছুই জানি না। নির্বাচক প্রধান এ ব্যাপারে কখনই আমাকে কিছু বলেন নি। আপনি এ ব্যাপারে আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমি আপনাকে শুধু এটাই জানাতে পারি যে আমার টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কি কথা হয়েছে। যখন আমি রাঁচি পৌঁছই তখনই আমি বিরাটকে আমার সিদ্ধান্তের কথা জানাই। আর বিরাটের প্রথম কথাই ছিল, তুমি কি নিশ্চিত? তুমি এখনও আইপিএল খেলতে পারো। আইপিএলে এখনও তুমি কোচ এবং প্লেয়ার হিসেবেই খেলতে পার।

কিন্তু আমি জানিয়েছিলাম আমি সব কিছু থেকেই সরে দাঁড়াতে চাই”। নেহেরা আরো জানিয়েছেন, তিনি কোনো ফেয়ারোয়েল ম্যাচ চান নি। কিন্তু ঘরের মাঠে পরিচিত দর্শকদের সামনে জীবনের শেষ ম্যাচ খেলতে পারা তার কাছে তার পরিশ্রম এবং ঈশ্বরের আশির্বাদের ফসল। “আমি এটা বারবার বলেছি। সৌভাগ্যবশত ম্যাচটা দিল্লীতে হয়েছে। আমি কখনই ফেয়ারওয়েল ম্যাচ বা অন্য কিছু চাইনি। কিন্তু সম্ভবত ভগবান গত ৮-৯ বছর ধরে করে আসা আমার মেহেনতের পুরস্কার স্বরূপ আমাকে এই উপহার দিয়েছেন। টিম ম্যানেজমেন্টের অঙ্গ হিসেবে একমাত্র বিরাট আর রবি শাস্ত্রীর সঙ্গেই আমি কথা বলেছিলাম। এছাড়া অন্য কোনো নির্বাচকের সঙ্গে এই ব্যাপারে আমি কথা বলি নি। যখন আমি ক্রিকেট খেলা শুরু করি তখনও আমি কোনো নির্বাচকের অনুমতি নিয়ে শুরু করি নি। আর যখন আমি খেলা ছাড়ছি তখনও আমার তাদের অনুমতির প্রয়োজন হয়নি। সম্প্রতি এমএসকে প্রসাদ দাবী করেছিলেন যে নির্বাচক কমিটি নেহেরার সঙ্গে যোগাযোগ করে পরিস্কার করে দিয়েছিল যে তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুনদের প্রতিই ভরসা রাখতে চান। নেহেরা আরও পরিস্কার করে দেন যে তার অবসরের ভাবনা তিনি হঠাৎই নিয়েছিলেন। প্রসাদের মন্তব্যের কয়েকদিন আগে বা পরেই আস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি একটাও ম্যাচ খেলেন নি। কিন্তু নেহেরা পরিস্কার করে দিয়েছিলেন যে তিনি অবসর নিচ্ছেন।

Ashish Nehra of India was presented with memento by Indian team and BCCI during the the 1st T20I match between India and New Zealand held at the Feroz Shah Kotla Stadium in New Delhi. 1st November 2017Photo by Prashant Bhoot / BCCI / SPORTZPICS

 • SHARE
  সাংবাদিক, আদ্যন্ত ক্রীড়াপ্রেমী। ব্রায়ান লারা সচিনের ভক্ত। ক্রিকেটের বাইরে ব্রাজিলের সমর্থক এবং নেইমার ও মেসির অন্ধ ভক্ত।

  আরও পড়ুন

  কে কি বললেন: বিরাটের সেঞ্চুরি দেখে সমালোচকেরাও হলেন ফ্যান, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে মানাল উৎসব

  কে কি বললেন: বিরাটের সেঞ্চুরি দেখে সমালোচকেরাও হলেন ফ্যান, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে মানাল উৎসব
  ভারত আর ইংল্যান্ডের মধ্যে আজ তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট...

  ইংল্যান্ড বনাম ভারত লাইভ : ৩০ রান করতেই বিরাট কোহলি রচনা করলেন ইতিহাস, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন ভারত অধিনায়ক

  ইংল্যান্ড বনাম ভারত লাইভ : ৩০ রান করতেই বিরাট কোহলি রচনা করলেন ইতিহাস, এমনটা করা বিশ্বের প্রথম খেলোয়াড় হলেন ভারত অধিনায়ক
  টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নিজেদের কব্জা মজবুত করে ফেলেছে। দু’দলের মধ্যে ন্যাটিংহ্যামের ট্রেন্টব্রিজে তৃতীয় দিনের...

  ইংরেজদের উপর বিপদ হয়ে ঝাঁপিয়ে পড়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে এটা কি বললেন পাকিস্থানের ভারতীয় বৌদি !!

  ইংরেজদের উপর বিপদ হয়ে ঝাঁপিয়ে পড়া হার্দিক পান্ডিয়াকে নিয়ে এটা কি বললেন পাকিস্থানের ভারতীয় বৌদি !!
  হার্দিক পান্ডিয়া ন্যাটিংহ্যামে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম বার এই ইনিংসে পাঁচ উইকেট হাসিল করেছেন। ন্যাটিংহ্যামে ইংল্যান্ডের প্রথম...

  ভারত বনাম ইংল্যান্ড: তৃতীয় টেস্ট চলাকালীণ আহত হয়ে মাঠের বাইরে গেলেই ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার, ভারতের ম্যাচ জেতা নিশ্চিত

  ভারত বনাম ইংল্যান্ড: তৃতীয় টেস্ট চলাকালীণ আহত হয়ে মাঠের বাইরে গেলেই ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার, ভারতের ম্যাচ জেতা নিশ্চিত
  ন্যাটিংহ্যাম টেস্টেরতৃতীয় দিন ভারতীয় দল তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে ফেলেছে। আগের দিনের...

  ভারত বনাম ইংল্যান্ড: ভারতের সামনে অসহায় দেখাল ইংরেজদের, প্রথম সেশনেই হাতের বাইরে চলে গেল ম্যাচ

  ভারত বনাম ইংল্যান্ড: ভারতের সামনে অসহায় দেখাল ইংরেজদের, প্রথম সেশনেই হাতের বাইরে চলে গেল ম্যাচ
  ভারতীয় দিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ ট্রেন্টব্রিজে খেলছে। গত ১৮ আগস্ট শুরু হওয়ার...