ওপেনারের ভূমিকায় দলে ফিরছেন ভারতীয় ক্রিকেটার 1

ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনিং ব্য়াটসম্য়ান মুরলি বিজয়কে রঞ্জি ট্রফিতে তামিলনাডু় দলে ফিরিয়ে আনল। তাদের পরবর্তী ম্য়াচ মুম্বইয়ের বিরুদ্ধে। ওই ম্য়াচে বিজয়কে খেলতে দেখা যাবে। মাঝে দ্বিতীয় ম্য়াচে মাঠে নামতে পারেননি তিনি। এবারের মরশুমের প্রথম ম্য়াচটি খেলার পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন বিজয়। রান নেওয়ার সময় উইকেটের মাঝে দৌড়তে গিয়ে বেকায়দায় পড়ে যান এবং ঘাড়ে টানে ধরে তাঁর। সেই চোট সারিয়ে এখন তিনি সুস্থ। ফলে, তাঁকে দলে ফিরিয়ে আনতে কোনও সমস্য়া নেই তামিলনাডু় দলের।
বিজয় স্পেশালিস্ট ওপেনার। তাঁর দলে ফেরা মানে ওয়াশিংটন সুন্দরকে ওপেনিং স্লট থেকে ফের ব্য়াটিং অর্ডারে নিচের দিকে নামতে হবে। আঠারো বছরের তরুণ ক্রিকেটারটি ওপেন করতে নেমে ১৫৯ রানের একটি ইনিংস খেলে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন সম্প্রতি। তবে, বিজয় দলে ফেরায় সুন্দরকে ওপেনার ভূমিকা ত্য়াগ করতেই হচ্ছে। কারণ, অপর ওপেনার অভিনব মুকুন্দ ওই পজিশনে খেলতেই অভ্য়স্ত। এখানে বলে রাখা ভালো, মুরলি বিজয় যেমন ভারতীয় দলে ওপেন করেছেন, অভিনব মুকুন্দও জাতীয় দলে ওপেনারের ভূমিকায় খেলেছেন। এই দুই ক্রিকেটারই জাতীয় দলের নিজের জায়গা ফেরত পেতে উদগ্রীব।
রঞ্জিতে বিজয় ছাড়াও তামিলনাডু় টিমে বাবা অপরাজিত, ও বিজয় শঙ্কর কামব্য়াক করছেন। এই দুই অলরাউন্ডার ভারতীয় এ দলের হয়ে খেলতে ব্য়স্ত ছিলেন। তারপর নিউজিল্য়ান্ডের গা-ঘামানোর ম্য়াচে বোর্ড সভাপতি একাদশ দলেও অপরাজিত ও শঙ্কর ছিলেন।
তবে, মুরলি বিজয় টপ অর্ডারে ফেরায় তামিলনাডু় টিমের শক্তি বাড়ল। কারণ, দলের অভিজ্ঞ ক্রিকেটার দিনেশ কার্তিক জাতীয় দলে নিউজিল্য়ান্ড সিরিজের জন্য় ডাক পাওয়ায় তাঁর অভাব ভোগাচ্ছে দলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও তাঁকে দলে রাখা হয়েছিল। কিন্তু, হায়দরাবাদে ওই ম্য়াচটি পরিত্য়ক্ত হয়ে যাওয়ায়, তামিলনাডু় টিমে তড়িঘড়ি যোগ দিয়েছিলেন কার্তিক দ্বিতীয় ম্য়াচে অংশ নিতে।
মুম্বইয়ের বিরুদ্ধে তৃতীয় ম্য়াচে কড়া চ্য়ালেঞ্জ অপেক্ষা করছে তামিলনাডু় দলের জন্য়। মুম্বইয়ের রঞ্জি দলটি এবার খুব শক্তিশালী। শ্রেয়স আইয়র, ধবল কুলকার্নি ও পৃথ্বী শ-এর মতো ক্রিকেটাররা দলে রয়েছেন। তিন ক্রিকেটারই নিউজিল্য়ান্ড টিমের বিরুদ্ধে বোর্ড সভাপতি একাদশ টিমে ছিলেন। কোনও আন্তর্জাতিক টিমের বিরুদ্ধে ম্য়াচে অংশ নিয়ে রাজ্য় স্তরে ক্রিকেট খেলতে নামা মানে ক্রিকেটাররা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামেন। তবে, তরুণ পেস বোলার শার্দুল ঠাকুরকে পাচ্ছে না মুম্বই। কারণ, নিউজিল্য়ান্ড সিরিজে শার্দুলকে আবার স্কোয়াডে রেখেছেন জাতীয় নির্বাচকরা।
মুম্বই ম্য়াচে তামিলনাডু় স্কোয়াড : অভিনব মুকুন্দ (অধিনায়ক), বি ইন্দ্রজিৎ (সহ-অধিনায়ক), মুরলি বিজয়, এম কৌশিক গান্ধী, বাবা অপরাজিত, বিজয় শঙ্কর, এন জগদীশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, রাহিল এস শাহ, কে বিগনেশ, রবিচন্দ্রন অশ্বিন, ভি ইয়ো মহেশ, এল বিগনেশ, আর রোহিত (উইকেটরক্ষক) ও ভি গঙ্গা শ্রীধর রাজু।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *