এক বছরের নির্বাসন স্মিথ ওয়ার্নারের, আইপিএল খেলা হবে না এই দুই অজি ক্রিকেটারের
DURBAN, SOUTH AFRICA - MARCH 05: David Warner and Steven Smith of Australia during day 5 of the 1st Sunfoil Test match between South Africa and Australia at Sahara Stadium Kingsmead on March 05, 2018 in Durban, South Africa. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)
এক বছরের নির্বাসন স্মিথ ওয়ার্নারের, আইপিএল খেলা হবে না এই দুই অজি ক্রিকেটারের 1
DURBAN, SOUTH AFRICA – MARCH 05: David Warner and Steven Smith of Australia during day 5 of the 1st Sunfoil Test match between South Africa and Australia at Sahara Stadium Kingsmead on March 05, 2018 in Durban, South Africa. (Photo by Lee Warren/Gallo Images/Getty Images)

আইপিএলে অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিয়ে সমস্যায় পড়েছে বিসিসিআই। তারা এখন অপেক্ষা করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তির জন্য। আর সে কথাই স্পষ্টভাবে আগেই জানিয়েছে তারা। বিসিসিআইয়ের বক্তব্য অনুযায়ী যদি ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নার এবং স্মিথকে নির্বাসন দেন সেক্ষেত্রে তারা আইপিএলে খেলতে পারবেন না। আর শেষ পর্যন্ত সেটাই বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতি কান্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্না এবং ক্যামেরুণ ব্যানক্রফটকে চরম শাস্তি দিল তারা। আইসিসি নরম শাস্তি দিয়েছিল অভিযুক্ত ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ এবং ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করল। এই এক বছর এই দুই তারকা ক্রিকেটার জাতীয় দলে অংশ গ্রহন করতে পারবেন না। আইসিসি এই দুই ক্রিকেটারকে এক ম্যাচের নির্বাসন সহ ম্যাচ ফির সামান্য অংশ জরিমানা করেছিল। কিন্তু আইসিসি নরম মনোভাব নিচ্ছে বলে শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

এক বছরের নির্বাসন স্মিথ ওয়ার্নারের, আইপিএল খেলা হবে না এই দুই অজি ক্রিকেটারের 2

ফলে চরম শাস্তির জন্য সকলেই তাকিয়ে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে। অস্ট্রেলীয় বোর্ডের তরফে আগেই তিনি ক্রিকেটারকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেই অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি রক্ষার জন্য চরম সিদ্ধান্ত নিল জেমস সাদারল্যান্ডের নেতৃত্বাধীন অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে আইপিএলের ফ্রেঞ্চাইজি রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ। পরে অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক ওয়ার্নারও একই কাজ করেন হায়দ্রাবাদের নেতৃত্ব ছেড়ে দিয়ে। তবে এক্ষেত্রে আইপিএল থেকে সম্পুর্ণই সরে দাঁড়িয়েছেন স্মিথ।

এক বছরের নির্বাসন স্মিথ ওয়ার্নারের, আইপিএল খেলা হবে না এই দুই অজি ক্রিকেটারের 3
Sunrisers Hyderabad captain David Warner with the Orange Cap for leading run scorer during match 27 of the Vivo IPL 2016 (Indian Premier League) between the Sunrisers Hyderabad and the Royal Challengers Bangalore held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 30th April 2016
Photo by Shaun Roy / IPL/ SPORTZPICS

তবে ওয়ার্নার ভেবেছিলাম সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলবেন আইপিএলে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তি সামনে আসার পর এখন আর তা করা সম্ভব হবে না এই অজি ক্রিকেটারের পক্ষে। যদিও বিসিসিআই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয় নি। দেখা যাক এবার ওয়ার্নারের ভাগ্যে কি আছে। তিনি আইপিএলে খেলতে পারেন কি না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *