একদিনের ক্রিকেটে দ্রুততম ন'হাজার রান বিরাটের 1

আবার ব্য়াটহাতে রেকর্ড গড়লেন ভারতের রান মেশিন বিরাট কোহলি। রবিবার (২৯ অক্টোবর) কানপুরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ও তৃতীয় ম্য়াচে বিরাটের মুকুটে আরও একটি পালক জুড়ল। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে ন’হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। ন’হাজার ক্লাবে পৌঁছতে বিরাট নিয়েছেন ১৯৪টি ইনিংস। এর আগে এই রেকর্ড দক্ষিণ আফ্রিকার আব্রাহাম ডি’ভিলিয়ার্সের দখলে ছিল। এবি ২০৫টি ইনিংসে ন’হাজার রানের মাইল স্টোন স্পর্শ করেছিলেন একদিনের ক্রিকেটে। একদিনের ক্রিকেটে দ্রুততম ন'হাজার রান বিরাটের 2

বিরাট আটহাজার রান করেছিলেন ১৭৫টি একদিনের আন্তর্জাতিক ইনিংস খেলে। অর্থাৎ ন’হাজার রান করতে বিরাট মাত্র কুড়িটি ইনিংস নিয়েছেন। এবি আট হাজার রান করতে নিয়েছিলেন ১৮২টি ওয়ান-ডে ইনিংস। রবিবার তৃতীয় একদিনের ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাটের নাম ছিল ৮৯১৭। অর্থাৎ ন’হাজার রান থেকে মাত্র ৮৩ রান দূরে ছিলেন তিনি। সেই কানুপরে অনায়াসে লুটে নেন দিল্লির এই স্টার ব্য়াটসম্য়ানটি এবং সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারের রেকর্ড নিজের নামের পাশে লিখিয়ে নেন।

একদিনের ক্রিকেটে দ্রুততম ন'হাজার রান বিরাটের 3

২০১৩ সালে কোহলি বিশ্ব ক্রিকেটের দ্রুততম ব্য়াটসম্য়ান হিসেবে পঞ্চাশ ওভারের ফরম্য়াটে পাঁচ হাজার রান করেছিলেন। সে সময় ওয়েস্ট ইন্ডিজের ব্য়াটিং লেজেন্ড ভিভ রিচার্ডসকে ছুঁয়ে ছিলেন তিনি। ১১৪টি ইনিংস নিয়ে ছিলেন দু’জনেই। ওই রেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার দখলে। আমলা ১০১টি ওয়ান-ডে ইনিংসে পাঁচ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন। ছ’হাজার রানের ক্ষেত্রেও এই প্রোটিয়া ক্রিকেটার বিরাটের নজির ভেঙে দিয়েছেন। বিরাট ১৩৬টি ইনিংসে ছ’হাজার রান করেছিলেন, সেখানে আমলা নেন মাত্র ১২৩টি ইনিংস।

একদিনের ক্রিকেটে দ্রুততম ন'হাজার রান বিরাটের 4

একদিনের ক্রিকেটে দ্রুততম ন‘হাজার ক্লাবের সদস্য় (সেরা দশ)

নাম

দেশ প্রতিপক্ষ ইনিংস

বিরাট কোহলি

ভারত নিউজিল্য়ান্ড ১৯৪
এবি ডি’ভিলায়ার্স দক্ষিণ আফ্রিকা নিউজিল্য়ান্ড

২০৫

সৌরভ গাঙ্গুলি ভারত অস্ট্রেলিয়া

২২৮

শচীন তেন্ডুলকর

ভারত দক্ষিণ আফ্রিকা ২৩৫

ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ২৩৯

রিকি পন্টিং

অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ২৪২

জ্য়াক কালিস

দক্ষিণ আফ্রিকা ইংল্য়ান্ড

২৪২

এমএস ধোনি ভারত নিউজিল্য়ান্ড

২৪৪

মহম্মদ ইউসুফ পাকিস্তান বাংলাদেশ

২৪৫

রাহুল দ্রাবিড় ভারত পাকিস্তান

২৫৯

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *