আসছে অ্যাশেজ ক্রিকেটের ভিডিও গেমস 1

বিগ অ্যান্ট স্টুডিও নামটি সারা দুনিয়ার ক্রিকেট ভক্তদের কাছে একটি সুপরিচিত নাম। বিগ অ্যান্ট স্টুডিওর ডন ব্যাডম্যান ক্রিকেট সিরিজের ভিডিও গেমস সারা দুনিয়ায় কেবল আলোড়ন ই তৈরী করে নি বরং হয়েছে জনপ্রিয়ও। এবার বিগ অ্যান্ট স্টুডিও ঘোষনা দিয়েছে তাড়া সারা দুনিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী ক্রিকেট সিরিজ অ্যাশেজ নিয়ে ভিডিও গেমস তৈরী করার। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অনুষ্ঠিত টেস্ট সিরিজকে অ্যাশেজ সিরিজ বলা হয়। এ সিরিজ বিজয়ীকে ১৮৮২ সাল থেকে অ্যাশেজ ট্রফি প্রদান করা হয়। ঊনবিংশ শতকের শেষদিকে ইংরেজ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার কাছে ওভালে পরাভূত হলে ইংরেজরা বিদ্রুপাত্মকভাবে শোক প্রকাশ করে। এ প্রেক্ষিতেই ধারাবাহিকভাবে ইংরেজরা একটি ছাইপূর্ণ পাত্র উপস্থাপন করে যা পরবর্তীতে ট্রফির মর্যাদা লাভ করে। এটি আন্তর্জাতিক ক্রীড়ায় প্রতিপক্ষ দুই দলের মধ্যে সবচেয়ে উদযাপিত বিষয়রূপে চিহ্নিত হয়ে আছে। অ্যাশেজে পাঁচটি টেস্ট ম্যাচ, প্রতি ম্যাচে দুই ইনিংস নিয়ে টেস্ট ক্রিকেটের যাবতীয় আইন-কানুন প্রতিপালন করে অনুষ্ঠিত হয়। কোন কারণে সিরিজ ড্র হলে পূর্বেকার অ্যাশেজ বিজয়ী দলের কাছেই ট্রফিটি রক্ষিত থাকে।

ঐতিহাসিক এ ভিডিও গেমসটি খেলোয়ারদের প্রকৃতি নাম, স্টেডিয়াম প্রভৃতি ব্যবহারের অনুমিত প্রাপ্ত। এই ভিডিও গেমসটি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেটারদের উপস্থাপিত করা হবে। গেমসটি সবার কাছে গ্রহনযোগ্য ও প্রাণবন্ত করতে কর্তৃপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে যাচ্ছে। বিগ এন্ট স্টুডিওর প্রধান নির্বাহী রস সায়মনস বলেন, “বিভিন্ন সময় খেলোয়াররা আমাদের বলেছেন গেমসটিতে কি কি থাকা তারা পছন্দ করেন। ” তিনি আরো বলেন, “বিভিন্ন ভাবে আমরা একটি সত্যিকারের অ্যাশেজ সিরিজের গেমস তৈরী করছি কিন্তু আমাদের এটা নিশ্চিত হতে হবে যে আমাদের ঐতিহ্যবাহী এ খেলাটি যেন গেমসে সঠিক থাকে।”

আগামী নভেম্বর থেকে গেমসটি প্লে স্টেশন ৪ এবং কম্পিউটারে পাওয়া যাবে। এই গেমসটি সম্পূর্ণ ভাবে বিগ এন্ট স্টুডিওর তৈরী এবং বেশ জনপ্রিয় বৈশিষ্ট্য দিয়ে তৈরী করা হয়েছে। খেলোয়াররা নিজেরা ই তাদের পছন্দ মত তাদের দল তৈরী করতে পারবে, লোগো নির্বাচন করতে পারবে, খেলোয়ার বেছে নিতে পারবে। এমনকি কোন স্টেডিয়ামে খেলা হবে তাও নিজেরা ঠিক করতে পারবে। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়াতে গেমসটির বাজারে আসার আনুষ্ঠানিকতা হলেও তারিখ এখনো ঠিক হয় নি।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *