আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি

এখনও পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংস যথেষ্টই ভাল পারফর্মেন্স করেছে। কিন্তু গত ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের হারের সম্মুখীন হতে হয়। এখনও পর্যন্ত চলতি আইপিএল ৯টি ম্যাচ খেলে ৬টি জয় হাসিল করেছে ধোনির সিএসকে। হারের সংখ্যা তিন। এই অবস্থায় আগামিকাল তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে। এর মধ্যেই তারা দলে বদল আনার কথা ভাবছে। দেখে নেওয়া যাক কি হতে পারে সেই বদল। রবীন্দ্র জাদেজাকে আগামি ম্যাচে বসতে হতে পারে দলের বাইরে। তার জায়গায় দলের আসতে পারেন ধ্রুব শোরে। প্রসঙ্গত কলকাতার বিরুদ্ধে যে সময়ে চেন্নাইয়ের দ্রুত রান করার প্রয়োজন ছিল সেই সময় ব্যর্থ হন জাদেজা। এছাড়াও ফিল্ডিংয়েও পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। পরপর দু বলে তিনি সুনীল নারিনের সহজ ক্যাচও ফেলে দেন।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

শেন ওয়াটসন
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 1
এই মুহুর্তে চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএল দুর্দান্ত ফর্মে রয়েছে অলরাউন্ডার শেন ওয়াটসন। এই মরশুমে একটি সেঞ্চুরিও করে ফেলেছেন তিনি। তাছাড়া ওপেনিং দ্রুত রান করে চেন্নাইকে ভাল শুরুয়াতও দিয়ে চলেছেন তিনি।

ফাফ দু’প্লেসি
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 2
গত তিনটি ম্যাচে প্রথম একাদশে রয়েছে দু’প্লেসি। এর আগে শেন ওয়াটসনের ওপেনিং জুটি ছিলেন আম্বাতি রায়ডু। কিন্তু দলের ব্যাটিং গভীরতাকে বাড়াতে ফাফ দু’প্লেসিকে ওপেনিংয়ে এনে মিডল অর্ডারে জায়গা দেওয়া হয়েছে রায়ডুকে। দু’প্লেসি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে শেন ওয়াটসনের যোগ্য জুড়িদার হয়ে উঠেছেন।

সুরেশ রায়না
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 3
আইপিএলের শুরু থেকেই ফর্মে রয়েছেন এই ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়ারদের মধ্যে অন্যতম হলেন রায়ন। এখনও পর্যন্ত ৮টি ম্যাচে তিনি ২৩৬ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৭৫।

আম্বাতি রায়ডু
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 4
এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার হলেন রায়ডু। চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচে ৩৯১ রান করেছেন তিনি। চলতি আইপিএলে চেন্নাইয়ের জয়ে মুখ্য ভুমিকাও নিয়েছেন তিনি। রায়ডুর বিশেষত্ব তিনি যে কোনও জায়গাতেই ব্যাট করতে পারেন।

এমএস ধোনি (অধিনায়ক)
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 5
এখনও পর্যন্ত ভাল ফর্মেই রয়েছেন অধিনায়ক ধোনিও। এই মুহুর্তে নিজের সেরা ফর্মেই রয়েছেন মাহি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ছক্কা মারা তালিকায় প্রথমে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৯টি ম্যাচে তিনি ২৪টি ছক্কা মেরেছেন।

ধ্রুব শোরে
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 6
আরসিবির বিরুদ্ধে ম্যাচে সম্ভবনা রয়েছে রবীন্দ্র জাদেজার জায়গায় ধ্রুব শোরের দলে জায়গা পাওয়া। এখনও পর্যন্ত চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে একটিও ম্যাচে খেলেন নি শোরে। ফলে এটাই তার অভিষেক ম্যাচ হতে চলেছে। ঘরোয়া প্রতিযোগিতা ধ্রুব যথেষ্ট পরিচিত নাম। দ্রুত রান করাতেও সক্ষম তিনি।

ডোয়েন ব্র্যাভো
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 7
ডেথ ওভারে দুর্দান্ত বল করার পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট বিধ্বংসী ডোয়েন ব্র্যাভো। বেশ ভাল ফর্মে রয়ছেন তিনিও

কর্ণ শর্মা
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 8
এখনও পর্যন্ত এই আইপিএলে চেন্নাইয়ের হয়ে চারটি ম্যাচ খেলেছেন স্পিনার কর্ণ শর্মা। এখন সেভাবে প্রভাব ফেলতে না পারলেও তার দলে থাকার সম্ভবনা রয়েছে।

হরভজন সিং
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 9
মুম্বাই ইন্ডিয়ান্স থেকে এই মরশুমে চেন্নাইতে আসা হরভজন যথেষ্ট ভাল বোলিং করে চলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। গত ম্যাচেও ৩ ওভারে ২০ রান দিয়ে এক উইকেট নেন তিনি।

লুঙ্গি এনগিডি
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 10
প্রথম দিকে ব্যক্তিগত কারণে খেলতে না পারলেও শেষ দিকে তাকে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাচ্ছে। বোলিং নিয়ে সমস্যায় থাকা চেন্নাইয়ের হয়ে প্রভাব ফেলতে না পারলেও তাকে বাইরে রাখতে চাইবে না দল। কারণ নিজের দিনে যে কোনো ব্যাটিং লাইন আপের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি।

কে এম আসিফ
আইপিএল ২০১৮: 3টি হারের পর প্লে অফের রাস্তা কঠিন, আগামি ম্যাচে এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে এই দুজনকে দলে আনতে চলেছেন ধোনি 11
কলকাতার বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের হয়ে বল হাতে যথেষ্ট প্রভাব ফেলেছেন আসিফ। ফলে আরসিবির বিরুদ্ধেও ম্যাচে থাকবেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *