গত দশটি আইপিএলে ধারাবাহিক ব্যর্থতা ফলে সাফল্যের রাস্তায় ফিরতে এ মরশুমে নতুন কোচ এবং নতুন অধিনায়কের পাশাপাশি নতুন করেও দল গড়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু তাতেও ভাগ্য পরিবর্তন হয় নি তাদের। এমনকী কেকেআর ছেড়ে ঘরে দলে ফিরে আসা গৌতম গম্ভীরও ব্যর্থ। অধিনায়কত্ব তো বটেই দিলকে ব্যাট হাতেও যেভাবে সাহায্য করতে পারেন নি দিল্লির প্রিয় গোতি। ফলে ৪৮ ঘন্টা আঘেই সরে দাঁড়ান নেতৃত্ব থেকে। ফলে সমস্যায় পড়ছে দিল্লি। তার উপর গোদের উপর বিষ ফোঁড়া মহম্মদ শামীর ফর্ম। এমনিতে আইপিএল শুরু আগে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সমস্যায় রয়েছেন এই জোরে বোলার, অনেক বাধা বিপত্তি কাটিয়ে তবেই পেয়েছেন আইপিএল খেলার ছাড়পত্র। এমনকী বাদ পড়তে হয়েছিল বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকেও।
যদিও তদন্তের পর আবারও তাকে ফিরিয়ে আনা হয়। আইপিএল শুরুর কয়েকদিন আগেই পড়েছিলেন দুর্ঘটনাতেও। তবে সব বিপদ কাটিয়ে আইপিএল খেলতে নামলেও পুরোনো শামির দেখা পাওয়া যায় নি এখনও। দিল্লির হয়ে যে চারটি ম্যাচে দলে ছিলেন তাতে তার ইকোনমি রেট ৯ এরও বেশি। মাত্র ৩টি উইকেট পেয়েছে। এমনিতে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার কাগিসো রাবাদা আইপিএল থেকেই ছিটকে যাওয়ায় দিল্লির যাবত্য ভরসাই ছিল শামির উপরে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেন নি এই জোরে বোলার। তবে দিল্লির বোলিং কোচ জেমস হোপস এই কারণ হিসেবে দেখছেন ব্যক্তিগত সমস্যাকেই।
ফলে পরিস্কারই তিনি জানিয়ে দিচ্ছেন, “ ও কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে বলেই আমার ধারণা। বাইরে কোনও ঝামেলা হলে খেলায় মনোযগ দেওয়া কঠিন হয়ে দাঁড়ায় খেলোয়াড়ের পক্ষে। প্রতিটি ক্রিকেটারই এই অবস্থায় ক্রিকেট থেকেই রিলিফ পাওয়ার চেষ্টা করে। প্রতিবারই মাঠের সমস্যাকে সমাধন করেই মাঠে পারফর্মেন্সের দিকে নজর দিতে হয়। শামিও একই প্রক্রিয়ায় রয়েছে। এবং ওর একটু সময় লাগবে”।
আইপিএল ২০১৮: দিল্লির হয়ে ব্যর্থ শামী, সংকটে ক্রিকেট জীবন
