আইপিএল ২০১৮: অশ্বিনের এই ভুলের ফলেই ৩১ রানে হারতে হল পাঞ্জাবকে

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতকাল মুখোমুখী হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে দুর্দান্ত প্রদর্শন পাঞ্জাবকে ৩১ রানে হারিয়ে দেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ২ পয়েন্টও তুলে নিল তারা। এই ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। কলকাতার দুই ওপেনার ক্রিস লিন এবং সুনীল নারিন ব্যাট করতে নেমে শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে, মাত্র ৫.১ ওভারেই তারা ৫২ রান তুলে ফেলেন স্কোরবোর্ডে। এরপরই আউট হয়ে যান লিন। কিন্তু অন্যদিকে থেকে এদিন সুনীল নারিন ছিলেন আগুনে মেজাজে। রবিন উথাপ্পা এবং নারিন এরপর দলের রানকে ১২৮ পৌঁছে দেন। ১২৮ রানের মাথায় ৩৬ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন নারিন। এরপর স্কোর বোর্ডে মাত্র ১ রান যোগ করে আউট হয়ে যান উথাপ্পাও।
আইপিএল ২০১৮: অশ্বিনের এই ভুলের ফলেই ৩১ রানে হারতে হল পাঞ্জাবকে 1
এরপর অধিনায়ক দীনেশ কার্তিক মাত্র ২২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সেই সঙ্গে অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল ১৪ বলে ৩১ রানের ইনিংস খেলে দলকে নির্ধারিত ২০ ওভারে ২৪৫ রানের বিশাল পাহাড়ে পৌঁছে দেন। পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হন অ্যান্ড্রু টাই। জবাবে ব্যাট করতে নামা কিংস ইলেভেন পাঞ্জাবের শুরুটাও ভাল হয়। ক্রিস গেইল এবং কেএল রাহুল মিলে প্রথম উইকেট জুটিতে ৫৭ রান তোলেন। এরপরই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান গেইল। ঠিক তার পরের বলেই কোনও রান না করে আউট হয়ে যান ময়ঙ্ক আগরওয়াল। যদিও অন্য দিক থেকে রাহুল দুরন্ত শট খেলতে থাকেন। কিন্তু তিনিও দলের ৯৩ রানের মাথায় আউট হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে, এবং কলকাতা এই ম্যাচ জিতে নেয় ৩১ রানে।
আইপিএল ২০১৮: অশ্বিনের এই ভুলের ফলেই ৩১ রানে হারতে হল পাঞ্জাবকে 2
নিজেদের ঘরের মাঠে পাঞ্জাবের এই হারের কারণ হিসেবে উঠে আসছে রবিচন্দ্রন অশ্বিনের ভুল সিদ্ধান্ত। হোলকার স্টেডিয়ামের এমন ফ্ল্যাট এবং ব্যাটসম্যানদের স্বর্গ এমন উইকেটে টস জিতেও প্রথমে ব্যাট না করার সিদ্ধান্তকেই হারের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল। ছোটো মাঠ এবং রানে ভরা উইকেটের ফায়দা তুলে প্রথমে ব্যাট করে কেকেআর বিশাল রান তুলে দেওয়ায় চাপে পড়ে যায় পাঞ্জাব, যার ফলে তাদের মিডল অর্ডারও ব্যর্থ হয়ে পড়ে। কমেন্টেটর থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা অধিনায়ক হিসেবে অশ্বিন এমন ভুল না করলে এই ম্যাচ হয়ত জিতে যেতে পারত পাঞ্জাব।
আইপিএল ২০১৮: অশ্বিনের এই ভুলের ফলেই ৩১ রানে হারতে হল পাঞ্জাবকে 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *