আইপিএল শুরর আগেই বদলে গেল সময়সূচি, কেন জেনে নিন

আইপিএল শুরর আগেই বদলে গেল সময়সূচি, কেন জেনে নিন 1

আইপিএলের মধ্যেই শুরু হবে কর্নাটকের রাজ্য নির্বাচন। আর সেই কারণেই বদলে যাচ্ছে আইপিএলের সময়সূচি। ভোটের কারণেই পরিবর্তন হয়েছে দুটি ম্যাচের নির্ধারিত সময়সীমা। আগামি ১২ মে থেকে কর্নাটকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। আর আইপিএলের আগের সূচি অনুযায়ী ১২ তারিখেই চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল দিল্লি ডেয়ার ডেভিলসের। অন্যদিকে কর্নাটকের নির্বাচনী ফলাফল প্রকাশ পাবে আগামি ১৮ তারিখ। প্রসঙ্গত কর্ণাটকের নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন প্রাতক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। ফলত বিরাট কোহলিদের ১২ তারিখের ঘরের ম্যাচ পরিবর্তিত হয়ে অ্যাওয়ে ম্যাচ করা হয়েছে। অর্থাৎ দিল্লির অ্যাওয়ে ম্যাচটি হয়ে যাচ্ছে তাদের ঘরের ম্যাচ।

আইপিএল শুরর আগেই বদলে গেল সময়সূচি, কেন জেনে নিন 2

কারণ চিন্নাস্বামীর পরিবর্তে ১২ তারিখ ওই ম্যাচটি খেলা হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। আগামি ২১ এপ্রিল এই দুই দলের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে। বিসিসিআইয়ের তরফে এই সময়সূচি পরিবর্তনের কথা জানানো হয়েছে। দিল্লি এবং ব্যাঙ্গালুরুর দুই অধিনায়ক বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে এর আগেই আইপিএলে ঝামেলা লেগেছিল। ফলে যখনই এই দুই দল মুখোমুখি হয় তখন এই ম্যাচের আকর্ষণ বেড়ে যায় ক্রিকেট প্রেমীদের মধ্যে। কেকেআরের অধিনায়ক থাকার সময়ই আরবিসির অধিনায়ক বিরাটের সঙ্গে একটি বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন গম্ভীর। কিন্তু গম্ভীরের পাশাপাশি আরবিসির অধিনায়ক বিরাট এখন অনেকটাই পরিণত। তাই ম্যাচের সময়সূচি বদলালেও এই ম্যাচের আকর্ষণ এই দুই ফ্রেঞ্চাইজির ঘরের দর্শকদের মধ্যে এক চুলও কমবে না বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

আইপিএল শুরর আগেই বদলে গেল সময়সূচি, কেন জেনে নিন 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *