গত দশ বছর ধরেই আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে আইপিএলের সমস্ত ফ্রেঞ্চাইজি অধিনায়কদের এক মঞ্চে উঠে ট্রফি তোলার দৃশ্য দেখে আসছেন দর্শকরা। কিন্তু আইপিএলের একাদশতম সংস্করণে হয়ত আর তা দেখতে পাওয়া যাবে না। দীর্ঘ দশ বছরের এই প্রথা ভাঙতে চলেছে আসন্ন মরশুমে। এমনকী আইপিএল উদ্বোধনও আর আগের মত চমকদার হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। কারণ এবারের আইপিএল উদ্বোধনে সমস্ত অধিনায়কদের উপস্থিত থাকার সম্ভবনা কম। কারণ আইপিএলের উদ্বোধন আগামি ৭ এপ্রিল, আর ঠিক তার পরের দিনই আইপিএলের চারটি দলের খেলা রয়েছে কলকাতা এবং দিল্লিতে। ফলে ওই চারটি দলের অধিনায়ক বিরাট কোহলি, দীনেশ কার্তিক, গৌতম গম্ভীর এবং আর অশ্বিন থাকতে পারবেন না ওই অনুষ্ঠানে। আইপিএলের উদ্বোধনে মঞ্চে উঠে সমস্ত অধিনায়করা ‘স্পিরিট অফ ক্রিকেট’ বজায় রাখার অঙ্গীকারে সই করেন।
এবার আর তারা তা করতে পারবেন না উদ্বোধনী মঞ্চে। বরং আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন তারা ওই অঙ্গীকারে সই করবেন যা পরের দিন উদ্বোধনে ওয়াংখেড়েতে দেখানো হবে জায়ান্ট স্ক্রীনে। এছাড়াও অন্যান্যবারের মত আইপিএল উদ্বোধন ঝাঁচকচকে এবং চমকদার হবে কিনা তা চুড়ান্ত করতে আগামি শুক্রবার বৈঠকে বসবে ভারতীয় বোর্ড। ওই বৈঠকে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাকরাও। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকরা জানিয়ে দিয়েছেন যে এবার আইপিএল উদ্বোধনের জন্য অযথা বাড়তি খরচের বাজেট বরাদ্দ করবেন না। অন্যদিকে বোর্ডের যুক্তি হল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আইপিএল শুরু দিন থেকেই দর্শকদের কাছে ভীষণ আকর্ষণীয়। ফলে উদ্বোধনের জাঁকজমক কমানো ঠিক হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ কমিটি যুক্তি দিচ্ছে উদ্বোধনের জাঁকজমকের চেয়ে তারা গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটকেই।