শেষ পর্যন্ত লালবাজারে ডাক পড়ল ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামী। এই জোরে বোলারের স্ত্রী দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাকে ডেকে পাঠালো কলকাতা পুলিশের সদর দপ্তর। একটি বাংলা সংবাদ চ্যানেলের খবর অনুযায়ী আগামি বুধবার দুপুরেই শামিকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে হাজিরা দেওয়ার। প্রসঙ্গত এদিন সকালেই এই তারকা পেসারকে নোটিশ পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। জানা গিয়েছে সেই নোটিশ গ্রহন করেছেন শামির ম্যানেজার। বেশ কিছুদিন ধরে পুলিশ এবং সংবাদমাধ্যমের কাছে এই জোরে বোলার এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন হাসিন। আর সেই অভিযোগের ভিত্তিতেই দায়ের হওয়া মামলায় জেরা করার জন্য পুলিশের সদর দপ্তরে ডাক পরেছে মহম্মদ শামির।
জানা গিয়েছে কলকাতা পুলিশের উইমেন্স গ্রিভান্স সেলের পক্ষ থেকে শামিকে মঙ্গলবারই ওই নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে বুধবার দুপুর দুটো নাগাদ যেনো তিনি হাজিরা দেন কলকাতা পুলিশের সদর দপ্তরে। অন্যদিকে সোমবারই দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ইডেনে কলকাতার বিরুদ্ধে খেলতে শহরে পৌঁছেছেন এই জোরে বোলার। প্রসঙ্গত শামির পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি এই জরে বোলারের দাদার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছেন হাসিন জাহান। আইপিএলের এই ব্যস্ত সময়সূচিত্র মধ্যে শামিকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানোয় যথেষ্টই বিপাকে তিনি। আদৌ তিনি উপস্থিত হতে পারেন কি না সেটাই এখন দেখার। কারণ আগামি ২১ এপ্রিলই দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবির সঙ্গে।