অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে নাম লেখালেন ভারত অধিনায়ক 1

অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে নাম লেখালেন ভারত অধিনায়ক 2

ঘরের মাঠে এ যাবত কালে শ্রীলঙ্কা কোনো ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়নি। তবে কোহলির ভারত তাদের সেই লজ্জা দিয়েই ছাড়লো। প্রায় প্রত্যেকটি ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে কোহলির দল। দলের সাথে দাপট দেখিয়েছেন বিরাট কোহলিও। সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২৩৮ রানে করে। জবাবে ছয় উইকেট হাতে রেখে জয় পায় ভারত। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার দিনে অপরাজিত শতক হাঁকিয়েছেন ভারতের ব্যাটিং কাণ্ডারি বিরাট কোহলি। এটি তার ৩০তম শতক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরমেটে। ১১০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের পথে নিয়েছে যান অধিনায়ক বিরাট কোহলি। আর দলের জয়ের দিনে এই সেঞ্চুরির মাধ্যমেই এক নতুন উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক সময়ে একটি প্রশ্ন প্রায়ই শুনতে পাওয়া যায়। শচীনের রেকর্ড কে ভাঙবেন? আদৌ কি কোনোদিন ভাঙবে? ক্রিকেটের লিটল মাস্টারের শতকের রেকর্ড ঘিরে এমন জল্পনা-কল্পনার শেষ নেই। কেউ কেউ বিরাট কোহলির নাম নিলেও দাবিতে অতটা জোর দিতে পারতেন না এতদিন। কিন্তু দিনকে দিন ভারত কাপ্তান যেভাবে দুরন্ত গতিতে ছুটছেন তাতে শচীন টেন্ডুলকারের শতকের রেকর্ড খুব বেশি দিন টিকবে না বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। একদিনের ক্রিকেটে শচীন শতক হাকিয়েছিলেন মোট ৪৯টি। বর্তমানে বিরাট কোহলি এবং সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ৩০টি করে সেঞ্চুরি হাকিয়ে। এই ৩০টি শতক করতে পন্টিং খরচ করেন ৩৪৬ ইনিংস। কোহলির সেখানে লেগেছে ১৮৬ ইনিংস। ২৯টি সেঞ্চুরি করতে শচীনের লেগেছিল ২৬৫ ইনিংস! পন্টিং মোট ওয়ানডে খেলেছেন ৩৭৫টি। শচীন ৪৬৩টি। কোহলি এত সংখ্যক ম্যাচ খেললে কোথায় নিজেকে দাঁড় করাবেন, সেটা কল্পনা করতে কারো অসুবিধা হওয়ার কথা নয়।

দেখে নিন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাকানোর তালিকায় বর্তমানে শীর্ষে আছেন যেসব ব্যাটসম্যান :

১. শচীন টেন্ডুলকার ৪৯ টি

২. বিরাট কোহলি ৩০*টি

৩. রিকি পন্টিং ৩০ টি

৪. সনাথ জয়াসুরিয়া ২৮ টি

৫. হাশিম আমলা ২৫* টি

৬. কুমার সাঙ্গাকারা ২৫ টি

৭. এবি ডি ভিলিয়ার্স ২৪ টি

৮. ক্রিস গেইল ২২ টি

৯. সৌরভ গাঙ্গুলি ২২ টি

১০. টি এম দিলশান ২২ টি

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *