IND vs SL: "একেই বলে চ্যাম্পিয়ন দলের পারফরমেন্স...", রাজকোটে সিরিজ জয়ের পরই টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ টুইটার !! 1

IND vs SL: শনিবার অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। মুম্বাইয়ে খেলা প্রথম ম্যাচেও জিতেছিল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা একমাত্র জয় পায় পুনেতে। এ দিন, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ২০ ওভারে পাঁচ উইকেটে ২২৮ রান করে। জবাবে লঙ্কান দল ১৬.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়।

IND vs SL: "একেই বলে চ্যাম্পিয়ন দলের পারফরমেন্স...", রাজকোটে সিরিজ জয়ের পরই টিম ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ টুইটার !! 2

ভারতের হয়ে সূর্যকুমার যাদব ৫১ বলে অপরাজিত ১১২ রান করেন। শুভমান গিল ৪৬ ও রাহুল ত্রিপাঠি ৩৫ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। লঙ্কান দলের হয়ে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও অধিনায়ক দাসুন শানাকা করেন ২৩ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরশদীপ সিং। হার্দিক পান্ডিয়া, উমরান মালিক এবং যুজবেন্দ্র চাহাল দুটি করে সাফল্য পেয়েছেন। এক উইকেট নেন অক্ষর প্যাটেল।

টি-২০ সিরিজ ভারতীয় দল জিতে নেওয়ার পর এখন দুই দলের মধ্যে তিনটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ হবে ১০ জানুয়ারি গুয়াহাটিতে। দ্বিতীয় ম্যাচটি হবে ১২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে। এরপর ১৫ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। সব মিলিয়ে এশিয়ান চ্যাম্পিয়নদের হারিয়ে ভারতের এই টি-২০ সিরিজ জয়ের পর খুশি ভারতীয় সমর্থকরা। সেই ছবিই ম্যাচের পর ধরা পড়ে টুইটারে।

দেখুন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *