গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) হারিয়ে তৃতীয় বারের জন্য আইপিএল ট্রফি জয় করলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। মেগা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে দারুন ফর্মে ছিল কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্যায়ে ৯ ম্যাচ জিতে ও ২টি অমীমাংসিত ম্যাচের কারণে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যায় নাইট বাহিনী, […]
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (Caribbean Premier League)
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (CPL)-
ভারতে আইপিএল (IPL) জনপ্রিয়তা পাওয়ার পরেই বিশ্বের বিভিন্ন ক্রিকেটখেলিয়ে দেশের মধ্যে ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা আয়োজনের হিড়িক পড়ে যায়। ২০১০ সালে ক্রমে ক্রিকেটের মানচিত্রে স্থায়ী জায়গা করে নিতে থাকা টি-২০’র প্রসার ঘটানোর উদ্দেশ্য নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চালু হয়েছিলো ক্যারিবিয়ান টোয়েন্টি-২০ (Caribbean Twenty-20) প্রতিযোগিতা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI) আয়োজিত এই টুর্নামেন্টটি চলে ২০১০ থেকে ২০১৩ অবধি। তারপর এই প্রতিযোগিতার খোলনলচে বদলে ফেলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ামক সংস্থা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটেন তারা। পথচলা শুরু করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (Caribbean Premier League)। ছয় দলীয় এই টুর্নামেন্ট দেখতে দেখতে পেরিয়ে এসেছে ১১টি মরসুম। দেশ বিদেশের তারকাদের কাছে অন্যতম আকর্ষনীয় একটি ফ্র্যাঞ্চাইজি লীগ হয়ে উঠেছে এটি। প্রথম মরসুমে জয় পেয়েছিলো জামাইকা তালওয়াস। এখনও অবধি মোট ছয়টি দল সিপিএল (CPL) জিতেছে। আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিও সিপিএলে নিজেদের দল নামিয়েছে ইতিমধ্যেই।
CPL সংক্রান্ত সাধারণ তথ্যাবলী (CPL General Information in Bengali)-
সম্পূর্ণ নাম | ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ |
ডাকনাম | সিপিএল |
স্থাপনা | ২০১৩ |
নিয়ামক সংস্থা | ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ |
সফলতম দল | ট্রিনবাগো নাইট রাইডার্স (৪) |
বর্তমান চ্যাম্পিয়ন | গায়ানা আমাজন ওয়ারিয়ার্স (১) |
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া | ফেসবুক- CPL T20 |
ইন্সটাগ্রাম- @cpl20 | |
ট্যুইটার (X)- @CPL | |
ওয়েবসাইট – cplt20.com | |
মোট প্রাইজ মানি | ১ মিলিয়ন মার্কিন ডলার (চ্যাম্পিয়ন), ৬৬০০০০০ মার্কিন ডলার (রানার্স-আপ) |
স্পন্সর | রিপাবলিক ব্যাঙ্ক, এল ডোরাডো রাম, স্কাই ফেয়ার, বেট বার্টার, ওমেগা এক্স এল, ডিজিসেল, ড্রিম ইলেভেন, ভিসা, ক্যারিবিয়ান এয়ারলাইন্স, ফেড এক্স ইত্যাদি। |
যে দলগুলি অংশ নেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (CPL Teams in Bengali)-
- অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস
- বার্বাডোজ রয়্যালস (বার্বাডোজ ট্রাইডেন্টস)
- গায়ানা আমাজন ওয়ারিয়র্স
- সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
- সেন্ট লুসিয়া কিংস (সেন্ট লুসিয়া জুকস)
- ট্রিনবাগো নাইট রাইডার্স (ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলস)
CPL থেকে সরে দাঁড়িয়েছে যে দলগুলি (Defunct Teams of CPL in Bengali)-
- অ্যান্টিগা হকবিলস
- জামাইকা তালওয়াস
বছরভিত্তিক চ্যাম্পিয়নের তালিকা (CPL Champions by Years in Bengali)-
মরসুম | চ্যাম্পিয়ন | রানার্স-আপ |
২০১৩ | জামাইকা তালওয়াস | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
২০১৪ | বার্বাডোজ ট্রাইডেন্টস | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
২০১৫ | ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলস | বার্বাডোজ ট্রাইডেন্টস |
২০১৬ | জামাইকা তালওয়াস | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
২০১৭ | ট্রিনবাগো নাইট রাইডার্স | সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস |
২০১৮ | ট্রিনবাগো নাইট রাইডার্স | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
২০১৯ | বার্বাডোজ ট্রাইডেন্টস | গায়ানা আমাজন ওয়ারিয়র্স |
২০২০ | ট্রিনবাগো নাইট রাইডার্স | সেন্ট লুসিয়া জুকস |
২০২১ | সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস | সেন্ট লুসিয়া কিংস |
২০২২ | জামাইকা তালওয়াস | বার্বাডোজ রয়্যালস |
২০২৩ | গায়ানা আমাজন ওয়ারিয়র্স | ট্রিনবাগো নাইট রাইডার্স |
CPL-এর কিছু উল্লেখযোগ্য রেকর্ড (CPL Records in Bengali)-
- সবচেয়ে বেশী সংখ্যক খেতাব জয়- ট্রিনবাগো নাইট রাইডার্স (৪)
- সর্বোচ্চ রান- জনসন চার্লস (২৮৫৫)
- এক ইনিংসে সর্বোচ্চ রান- ব্র্যান্ডন কিং (১৩২*)
- সর্বোচ্চ পার্টনারশিপ- চ্যাডউইক ওয়াল্টন ও ক্রিস গেইল (১৬২)
- সর্বোচ্চ সংখ্যক ছক্কা- ইভিন ল্যুইস (১৮০)
- সর্বোচ্চ উইকেট- ডোয়েন ব্র্যাভো (১২৮)
- এক ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান- শাকিব আল হাসান (৬/৬)
- সর্বোচ্চ সংখ্যক ক্যাচ (উইকেটরক্ষক)- আন্দ্রে ফ্লেচার (৬১)
- সর্বোচ্চ সংখ্যক ক্যাচ (ফিল্ডার)- কিয়েরন পোলার্ড (৭১)
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সম্পর্কীত প্রশ্নাবলী (CPL FAQs)-
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০১৩ সাল থেকে শুরু হয়।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ছয়টি দল অংশ নেয়।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ-এর সফলতম দল হলো ট্রিনবাগো নাইট রাইডার্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ২০২৩ সালে জিতেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের দল রয়েছে।