“অতি চালাকের গলায় দড়ি..” মুম্বাইয়ের বিরুদ্ধে শেষ বলে জয় ছিনিয়ে নিলো গুজরাত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৫৬ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্স (MI vs GT)। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে রীতিমতন ব্যাকফুটে চলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতেই ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রিয়ন রিকেলটন (Ryan Rickelton)। ব্যাটিং করতে এসে রোহিত শর্মাও জলদি প্যাভিলিয়নে ফেরেন, ৮ বলে ৭ রান […]