কথায় আছে ‘প্রেম অন্ধ’। কোনও বাঁধন মানে না। বিশ্ব ক্রিকেটে এমন কয়েকজন নাম করা ক্রিকেটার রয়েছেন, যাঁরা ক্রিকেট মাঠে বাধ্য় ছাত্র হলেও, প্রেমে অবাধ্য়। প্রেমে পড়েছিলেন বিবাহিত মহিলার সঙ্গে। লাখো লাখো ফ্য়ান ফলোয়ার থাকলেও, কোনও কিছু না ভেবেই প্রেমের কাছে নতি স্বীকার করেছেন। বিয়ে করেছেন বিবাহিত মহিলাকেই। আর এখন বেশ সুখেও আছেন। আজ এমনই চার […]