ব্যর্থ রাহানে থেকে সূর্যকুমার, রঞ্জি ট্রফির সেমিফাইনালে হার মুম্বাইয়ের

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই। তারা গত বছরও এই টুর্নামেন্টে বিদর্ভকে (MUM vs VID) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এই বছর রঞ্জি ট্রফির সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হল মুম্বাইয়ের। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেও সেই বিদর্ভের কাছে আটকে গেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। তারকা সমৃদ্ধ ৪২ বারের চ্যাম্পিয়নরা লড়াই […]