IPL 2025: গত বছর দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল (IPL) জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। অবসান হয়েছিলো এক দশকের অপেক্ষার। ২০২৪-এর পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও যদিও চোখে পড়ছে না ২০২৫-এ এসে। ছন্নছাড়া নাইটরা আদৌ খেতাব ধরে রাখতে পারবে বলে আশাবাদী নন অধিকাংশ সমর্থক’ই। নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে সাতটি ম্যাচ খেলেছে কলকাতা (KKR)। এর মধ্যে জিতেছে […]
