বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপে ভারতের অভিযান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ভারত মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপ ২০২৫’এর (Asia Cup 2025) হোস্ট UAE’এর বিরুদ্ধে। গ্রুপ এ’এর এটি প্রথম ম্যাচ হতে চলেছে এবং এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। ভারতের ম্যাচের আগেই চোট পেয়ে ভক্তদের মনে বেদনা দিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। অনুশীলনে চোট পাওয়ার আবার তাকে অনুশীলনে অবশ্য ফিরতে দেখা গিয়েছিল। UAE’এর দুবাইতেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়েছিল। অপরদিকে, নিজেদের ঘরের মাঠে নামতে চলেছে মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন UAE। কয়েকদিন আগেই পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে বেশ ভালো লড়াই দেখিয়েছিল তাঁরা। আগামীকালের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম সংযুক্ত আরব আমিরশাহী (UAE)
ম্যাচ নং- ০২
তারিখ- ১০/০৯/২০২৫
ভেন্যু- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
Read More: কোথায় বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচগুলি, জানুন বিস্তারিত !!
IND vs UAE, Dubai International Cricket Stadium Pitch Report

আগামীকালের এশিয়া কাপের (Asia Cup 2025) দ্বিতীয় ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। দুবাইয়ের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এখানে কয়েক মাস আগেই ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে যে কারণে ভারতের কিছুটা হলেও এই পিচের অভিজ্ঞতা থাকবে। শুরুর দিকে পেসাররা বাড়তি সুবিধা পরই থাকেন যেখানে স্পিন আক্রমণ বেশ দাপট দেখাতে পারে। ম্যাচ চলার সাথে সাথে পিচ ধীরগতির হয়ে যাবে। এই মাঠে টি-২০ ক্রিকেটে মোট ৯৫টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ৪৮ বার প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে, আর ৪৭ বার জিতেছে রান তাড়া করা দল। তাই এখানে টস খুব একটা ভূমিকা রাখবে না। এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ১৩৮’এর আশেপাশে। টি-টোয়েন্টির নিয়ম মেনে টস জিতলে অধিনায়করা সাধারণত রান তাড়া করার সিদ্ধান্ত নিতে পারেন।
Dubai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
বুধবার দুবাইতে রোদ ঝলমলে আকাশ লক্ষ করা যাবে। এদিন দুবাইতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ৩৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে ৬০ শতাংশে পাশাপশি আপেক্ষিক আদ্রতা বিরাজমান থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই। তবে দুবাইয়ের অতিরিক্ত গরম খেলোয়াড়দের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে উঠবে এবং রাতের বেলায় অর্থাৎ দ্বিতীয় ইনিংসে শিশির দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
IND vs UAE, হেড টু হেড পরিসংখ্যান-
উভয় দল ২০১৬ সালে কেবলমাত্র এক বারের জন্য মুখোমুখি হয়েছিল। ২০১৬ সালে দুই দল এশিয়া কাপের মঞ্চেই মুখোমুখি হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়া খুব সহজেই UAE’কে পরাস্ত করেছিল।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-
ভারত (IND)- অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (ডাব্লু), অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং।
সংযুক্ত আরব আমিরশাহী (UAE)- মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, রাহুল চোপড়া (ডব্লিউ), আসিফ খান, মুহাম্মদ জোহাইব, হর্ষিত কৌশিক, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, সাগির খান, হায়দার আলী, সিমজান সিং।