এশিয়া কাপে ভরাডুবি মানতে পারলো না সমর্থকেরা, জ্বালিয়ে দিল ক্রিকেটারের বাড়ি !! 1

এশিয়া কাপে (Asia Cup 2025) আরও একবার দাপট ভারতেরই। রবিবারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে নবম ট্রফি জিতলো ‘মেন ইন ব্লু।’ টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির পর আরও একটি প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারত বুঝিয়ে দিলো যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ‘বস’ তারাই। আট দলীয় এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানের পাশাপাশি গ্রুপ পর্বের বাধা টপকেছিলো শ্রীলঙ্কাও। কিন্তু রাউন্ড রবিন লীগে আহামরি পারফর্ম করতে পারেন নি তারা। লঙ্কানরা তিনটি ম্যাচেই পরাজিত হয়। আর বাংলাদেশ কামিন্দু মেন্ডিস, চরিথ আশালঙ্কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে জিতলেও হারে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় রীতিমত ক্ষোভের আবহ পদ্মাপারে। উত্তেজিত সমর্থকেরা নাকি আগুন লাগিয়েছেন ক্রিকেটতারকার বাড়িতে।

Read More: ”ভারতকে মেরে ফেলো..”, জঙ্গিদের কায়দায় ফাইনালের আগে হুমকি দিলেন শোয়েব আখতার !!

হৃদয়ের বাড়িতে আগুন সমর্থকদের-

Towhid Hridoy | বাংলাদেশ | Image: Getty Images
Towhid Hridoy | Image: Getty Images

এশিয়া কাপে (Asia Cup 2025) হতশ্রী ব্যাটিং পারফর্ম্যান্সের পর আতসকাঁচের নীচে তাওহিদ হৃদয়ের (Towhid Hridoy) ফর্ম। হ্ং কং-এর বিরুদ্ধে গ্রুপ পর্বে ৩৫* ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে ৫৮ করা ছাড়া গোটা টুর্নামেন্টে একটিও কার্যকরী ইনিংস খেলতে পারেন নি বাংলাদেশের (Bangladesh Cricket Team) মিডল অর্ডার ব্যাটার। বিশেষ করে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে কার্যত উইকেট উপহার দিয়ে এসেছেন তিনি। যথাক্রমে ৫ ও ৭-এর বেশী এগোতে পারে নি ইনিংস। ‘বড় ম্যাচে’ দলকে ডুবিয়ে আপাতত টাইগার সমর্থকদের কাছে খলনায়ক তিনিই। প্রিয় দল এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে বিদায় নেওয়ার পর সেই ক্ষোভের বহিঃপ্রকাশই দেখা গেলো তাঁদের আচরণে। বাংলাদেশী সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে তাঁর গ্রামের বাড়িতে চড়াও হন ক্রিকেটভক্তেরা।

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে (PAK vs BAN) বাংলাদেশের হতাশাজনক হারের পর হৃদয়ের গ্রামের বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেন সমর্থকদের একাংশ। একটি জ্বলন্ত বাড়ির ভিডিও’ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটারদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অবশ্য নতুন নয় বাংলাদেশে (Cricketers’ House Set on Fire)। গত বছরের জুলাই মাসে যখন গণঅভ্যুত্থান হয়েছিলো পদ্মাপারের দেশে, তখনও দেখা গিয়েছিলো একই ঘটনা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লীগের সঙ্গে সংযোগ থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা’র (Mashrafe Mortaza) বাসভবনে আগুন লাগানো হয়। এছাড়াও বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ তারকা শাকিব আল হাসানের (Shakib Al Hasan) বাড়িও রেহাই পায় নি আন্দোলনকারীদের রোষানল থেকে।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

আফগানদের বিরুদ্ধে নেই লিটন-

Litton Das Set to Miss White ball Series Against Afghanistan | Image: Twitter
Litton Das Set to Miss White ball Series Against Afghanistan | Image: Twitter

এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরশাহীর মাঠেই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজ রয়েছে বাংলাদেশের। এখনও স্কোয়াড ঘোষণা করে নি বিসিবি। তবে জানা গিয়েছে যে সাদা বলের দুই ফর্ম্যাটেই খেলতে পারবেন না উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ভারতের বিরুদ্ধে সুপার ফোর পর্বের ম্যাচের আগে চোটের কবলে পড়েছিলেন তিনি। অনুশীলনে বাম দিকের পাঁজরে আঘাত লাগে তাঁর। তাই এশিয়া কাপে বাংলাদেশের শেষ দু’টি ম্যাচেও দেখা যায় নি লিটন’কে। তাঁর অবর্তমানে দল’কে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলি অনীক। আফগানিস্তানের বিরুদ্ধেও কুড়ি-বিশের সিরিজে সম্ভবত অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ওয়ান ডে টাইগারদের পূর্ণ সময়ের অধিনায়ক মেহদী হাসান মিরাজ। পঞ্চাশ ওভারের সিরিজে দায়িত্ব সামলাবেন তিনিই।

Also Read: ফাইনাল জিতলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যকুমার? উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *