এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাক মাঠের লড়াই যে খুব একটা উত্তেজক হয়েছে তা বলা যাবে না। গ্রুপ পর্বে ভারতীয় বোলিং-এর বিরুদ্ধে দাগ কাটতে পারেন নি পাক ব্যাটাররা (IND vs PAK)। ২৫ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছিলো ‘মেন ইন ব্লু।’ আর সুপার ফোরের লড়াইতে ব্যাটাররা সাফল্য পেলেও হতাশ করেছে পাকিস্তানের বোলিং আক্রমণ। অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিলের তাণ্ডবে খড়কুটোর মত উড়ে গিয়েছে তারা। তিলক বর্মা, হার্দিক পান্ডিয়াদেরও কোনো জবাব ছিলো না প্রতিবেশী দেশের কাছে। তবে মাঠের বাইরে দুই দেশের মধ্যে যে দড়ি-টানাটানি চলছে সেখানে দেখা গিয়েছে একাধিক উত্তেজক মোড়। কখনও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), কখনও হারিস রউফ আবার কখনও অভিষেক শর্মা বা সাহিবজাদা ফারহানরা জায়গা করে নিয়েছেন আলোচনার কেন্দ্রে।
Read More: দুরন্ত ফর্মে বাংলাদেশ, ২৮ তারিখ ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল !!
সূর্যের মন্তব্যকে পাত্তা দিচ্ছেন না শাহীন-

গত রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) প্রশ্ন করা হয়েছিলো ভারত-পাক ‘প্রতিদ্বন্দ্বিতা’ সম্পর্কে। পড়শি দেশকে খানিক খোঁচা দিয়েই সূর্য (Suryakumar Yadav on IND vs PAK Rivalry) বলেন, “এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আমার মতে আপনারা এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন। যদি দু’টো দল ১৫-২০ টা ম্যাচ খেলে আর ফলাফল ৭-৭ বা ৮-৭ হয় তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা চলে। আমার সঠিক পরিসংখ্যান জানা নেই তবে ১৩-১ বা ১০-০ হলে সেটাকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা চলে না। হ্যাঁ, আজ আমরা ওদের (পাকিস্তান) থেকে ভালো ক্রিকেট খেলেছি।”
সৌজন্য দেখিয়ে ম্যাচের (IND vs PAK) শেষে পাক খেলোয়াড়দের সাথে ‘হ্যান্ডশেক’ করেন নি ভারতীয় তারকারা। সেই বিতর্কের আগুন নেভে নি এখনও। এই আবহেই ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে সূর্যের মন্তব্য আঁতে ঘা দিয়েছে পাক শিবিরের। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেস তারকা শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi on Suryakumar’s Comment) জানান, “সূর্যকুমারের নিজস্ব মতামত থাকতে পারে। ওকে ওর মত কথা বলতে দিন। ওরা (ভারত) এখনও ফাইনালে পৌঁছায় নি। আমরাও না। যখন পৌঁছাবে তখন দেখা যাবে। আমরা এখানে এশিয়া কাপ জিততেই এসেছি।” তবে শাহীনকে যতই আত্মবিশ্বাসী শোনাক না কেন, এশিয়া কাপে (Asia Cup 2025) বিগত দুই সাক্ষাতে যেভাবে ভারতের বিরুদ্ধে আত্মসমর্পণ করেছে পাকিস্তান, তাতে তৃতীয় দ্বৈরথে তাদের জয়ের আশা দেখছে না বিশেষজ্ঞমহল।
ঘুরে দাঁড়ালো পাকিস্তান-

ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো পাকিস্তানের। কঠিন পরস্থিতি থেকে দারুণভাবে গতকাল ঘুরে দাঁড়ালো তারা। শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা (SL vs PAK)। নজর কাড়েন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। সাফল্য পেয়েছিলেন হুসেইন তালাত’ও। ১৮ রানের বিনিময়ে তিনি তুলে নেন ২ উইকেট। তাঁদের দাপটে ১৩৩-এ থামতে হয়েছিলো লঙ্কানদের। কামিন্দু মেন্ডিস (Kamindu Mendis) ছাড়া বড় রান পান নি কেউই। জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিলো পাক শিবির। তবে ১২ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান তীক্ষণা ও হাসারাঙ্গা। কিন্তু শেষরক্ষা হয় নি। হুসেইন তালাত ও মহম্মদ নওয়াজের ব্যাটে ভর দিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।