saim-ayub-shines-with-ball-vs-india

২০২২-এর এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোর পর্বে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিলো টিম ইন্ডিয়া। এরপর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে এসেছে ‘মেন ইন ব্লু।’ ২০২৩ এশিয়া কাপের (Asia Cup 2023) একটি ম্যাচ কেবল অমীমাংসিত থেকেছিলো বৃষ্টির কারণে। তাছাড়া যতবারই সম্মুখসমরে নেমেছে উপমহাদেশীয় ক্রিকেটের দুই হেভিওয়েট ততবারই শেষ হাসি হেসেছে নীল জার্সিধারীরাই। গতকাল দুবাইয়ের মাঠেও অব্যাহত রইলো ভারতের সেই দাপটই। পাকিস্তানকে টি-২০ ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে হারালেন সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav)। প্রথমে ব্যাটিং করে ১২৭ তোলে পাক শিবির। ২৫ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। ক্রিকেটের সব বিভাগেই কয়েক যোজন ভারতের থেকে পিছিয়ে ছিলো পাকিস্তান। তারকাদের ব্যর্থতার মাঝে গতকালের ম্যাচ থেকে তাদের একমাত্র প্রাপ্তি সাইম আইয়ুবের বোলিং।

Read More: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!

একাদশেই নেই হারিস, বিবর্ণ শাহীন-

Saim Ayub, Shaheen Shah Afridi and Mohammad Haris | Asia Cup | Image: Getty Images
Saim Ayub, Shaheen Shah Afridi and Mohammad Haris | Asia Cup 2025 | Image: Getty Images

ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, মহম্মদ আসিফ-পাক ক্রিকেটে কিংবদন্তি পেসারের সংখ্যা নেহাত কম নয়। সাম্প্রতিক অতীতে নানা সময় জ্বলে উঠতে দেখা গিয়েছে হারিস রউফ (Haris Rauf), শাহীন শাহ আফ্রিদিদের (Shaheen Shah Afridi)। ভারতের বিরুদ্ধেও এর আগে সাফল্য রয়েছে তাঁদের। কিন্তু এই মুহূর্তে অফ ফর্মে দু’জনেই। সংযুক্ত আরব আমিরশাহীর মন্থর, ঘূর্ণি উইকেট মাথায় রেখে হারিসকে প্রথম একাদশেই সুযোগ দিচ্ছেন না পাকিস্তান কোচ মাইক হেসন (Mike Hesson)। একমাত্র ফ্রন্টলাইন পেসার হিসেবে শাহী শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) সুযোগ পাচ্ছেন ঠিকই। কিন্তু চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না তাঁকে। ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ২০ রান খরচ করে ১ উইকেট পেয়েছিলেন তিনি। গতকাল ভারতের বিরুদ্ধে (IND vs PAK) রীতিমত দিশাহারা দেখালো শাহীন’কে।

শাহীনের হাতে নতুন বল তুলে দিয়েছিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। বাউন্ডারি হাঁকিয়ে বাম হাতি ফাস্ট বোলারকে স্বাগত জানান অভিষেক শর্মা। পরবর্তী ডেলিভারিটিই উড়ে যায় মাঠের বাইরে। অভিষেকের আক্রমণে শুরুতেই বেশ ব্যাকফুটে চলে গিয়েছিলেন শাহীন (Shaheen Shah Afridi)। ইনিংসের তৃতীয় ওভারে ফের ভারতীয় ওপেনারের থেকে একটি বাউন্ডারি ও একটি ছক্কা হজম করতে হয় তাঁকে। এরপর তাঁকে আর আক্রমণে ফেরত আনার সুযোগই পান নি পাক অধিনায়ক। ২ ওভারে ১১.৫০ ইকোনমি রেটে ২৩ রান খরচ করেই থামতে হয় তাঁকে। অথচ এই দুবাইয়ের মাঠেই ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে শাহীনকে খেলতে রীতিমত সমস্যায় পড়েছিলো ভারতীয় ব্যাটিং লাইন-আপ। রাহুল, রোহিত, কোহলির মত মহারথীকে সেদিন আউট করেছিলেন তিনি। এখনকার শাহীন যেন সেই শাহীনের ছায়া মাত্র।

পাকিস্তানের প্রাপ্তি সাইমের বোলিং-

Saim Ayub and Mohammad Haris | Asia Cup 2025 | Image: Getty Images
Saim Ayub and Mohammad Haris | Asia Cup 2025 | Image: Getty Images

সাইম আইয়ুব মূলত ওপেনার। একটা সময় তাঁর সাথে যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা’দের তুলনা করছিলেন পাকিস্তানের ক্রিকেটজনতা। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) ব্যাটিং-এর চেয়ে বোলিংয়ে বেশী সপ্রতিভ মনে হচ্ছে বছর ২৩-এর তরুণকে। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য করে আউট হলেও ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধেও বজায় রইলো সেই ধারাবাহিকতাই। ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচেও খাতা খুলতে পারেন নি সাইম। হার্দিক পান্ডিয়ার বলে ধরা পড়েন জসপ্রীত বুমরাহর হাতে। কিন্তু নজর কাড়েন অফস্পিনে। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই তাঁর ক্যারম বলে বিভ্রান্ত হন শুভমান গিল। ডিফেন্ড করতে এগিয়ে এসে স্টাম্পড হন তিনি। এছাড়া গতি ও ঘূর্ণির হেরফের করে অভিষেক শর্মা ও তিলক বর্মাকেও সাজঘরে ফেরান সাইম (Saim Ayub)। অন্যান্য বোলাররা কেউ সাফল্য না পেলেও, ৩ উইকেট উজ্জ্বল তিনি।

Also Read: Asia Cup 2025: ‘হ্যান্ডশেক’ না করেই মাঠ ছাড়লেন সূর্য-শিবম, ভারত-পাক ম্যাচ ঘিরে জ্বললো বিতর্কের আগুন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *